আলিপুর চিড়িয়াখানা শহরের মধ্যেই এক ছোট্ট জঙ্গল। সেখানে দীর্ঘদিন অধিকর্তার দায়িত্ব পালন করেছেন আশিষ কুমার সামন্ত। কর্মজীবনে তিনি দেখেছেন নানারকম আশ্চর্য সব কাণ্ড। একবচন বহুবচনের এবারের এপিসোডে মুখোমুখি তিনি। বললেন আশ্চর্য সব অভিজ্ঞতার কথা।