আজকাল ওয়েবডেস্ক: অস্কারজয়ী অভিনেত্রী এমা থম্পসন বোমা ফাটিয়েছেন। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে হ্যারি পটার খ্যাত এই অভিনেত্রী জানান, তাঁর বিবাহবিচ্ছেদের দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ফোন করে ডেটের প্রস্তাব দিয়েছিলেন। ৬৬ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী বলেছেন যে, তিনি যদি ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করতেন, তবে তিনি "আমেরিকান ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারতেন।"

থম্পসনের দাবি, ১৯৯৮ সালে রাজনৈতিক ব্যঙ্গচিত্রভিত্তিক চলচ্চিত্র প্রাইমারি কালারস-এর শুটিং চলাকালীন তাঁর ট্রেলারের ভ্যান থেকে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে এক ব্যক্তি বলেন, "হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।" অভিনেত্রী প্রথমে তিনি ভেবেছিলেন এটি কোনও মজা বা প্র্যাঙ্ক কল। কিন্তু পরোক্ষণেই ট্রাম্প সরাসরি বলেছিলেন, "একবার আমার এখানে কোনও একটি সুন্দর জায়গায় আসুন, হয়তো আমরা একসঙ্গে ডিনার করতে পারি।" 

জবাবে অভিনেত্রী থম্পসন ভদ্রভাবে বলেছিলেন, খুবই সুন্দর প্রস্তাব। ধন্যবাদ, আমি ভেবে দেখব।

পরে থম্পসন বুঝতে পারেন, আসলে ট্রাম্পই ফোন করেছিলেন, তখন মারলা মেপলসের সঙ্গে সবে বিচ্ছেদ ঘটেছিল ট্রাম্পের। তিনি তখন একা ছিলেন। থম্পসনের মতে, ট্রাম্প সম্ভবত উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন, আর এজন্যই হয় তো তাঁর ট্রেলারের নম্বর পর্যন্ত বের করে ফেলেছিলেন। মজা করে তিনি বলেন, "আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেটে যেতে পারতাম, এবং তারপর আমার বলার মতো একটা গল্প থাকত। আমি আমেরিকান ইতিহাসের গতিপথ বদলে দিতে পারতাম।"

আরও পড়ুন- ১০ দেশের মধ্য দিয়ে প্রবাহিত, এই নদীর দৈর্ঘ্য ২৮৫০ কিলোমিটার, জানেন কোনটি? গঙ্গা-ব্রহ্মপুত্র বা আমাজন নয়...

আলোচনার এক পর্যায়ে থম্পসন মনে করিয়ে দেন, প্রাইমারি কালারস সিনেমার শুটিং চলাকালে মার্কিন রাজনীতিতে বড় ধরনের সাড়া জাগানো মনিকা লিউইনস্কি কেলেঙ্কারি প্রকাশ পায়, যা প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কুর্সিচ্যূত হওয়ার পথ প্রশস্থ করেছিল। তাঁর কাছে তখন সিনেমার কাহিনি ও বাস্তব রাজনীতির ঘটনাপ্রবাহ ছিল অবিশ্বাস্যভাবে সাদৃশ্য়পূর্ণ। 

এমা থম্পসন ও তাঁর প্রাক্তন স্বামী কেনেথ ব্রানাহ ১৯৮৭ সালে ফরচুনস অব ওয়ার- এর শুটিংয়ে প্রেমে পড়েন। ১৯৮৯ সালে তাঁরা বিয়ে করেন। ১৯৯৫ সালে ব্রানাহর, হেলেনা বোনহ্যাম কার্টারের সঙ্গে সম্পর্কের কারণে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০০৩ সালে থম্পসন অভিনেতা গ্রেগ ওয়াইজকে বিয়ে করেন। ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সঙ্গে প্রায় একই সময়ে আলাদা হয়ে যান এবং পরে ২০০৫ সালে মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন।

এর আগে, অভিনেত্রী সালমা হায়েক একটি গল্প শেয়ার করেছেন যেখানে ট্রাম্প সম্পর্কে থাকাকালীন তাঁকে বাইরে যেতে বলেছিলেন।

হায়েক বর্ণনা করেছেন যে কীভাবে ট্রাম্প একটি অনুষ্ঠানে তাঁর কাঁধে কোট জড়িয়ে তাঁর সাথে দেখা করার পর ফোন নম্বর পেয়েছিলেন। সেই সময় তাঁর প্রেমিক সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও, ট্রাম্প তাঁকে বাইরে যেতে বলেছিলেন। সালমা হায়েক স্মরণ করে বলেন, "তিনি আমাকে বাইরে যেতে বলছে, এবং আমি বলেছিলাম, আমার প্রেমিকের কী হবে? তুমি কি পাগল?'। ট্রাম্প উত্তর দিয়েছিলেন, "সে তোমার জন্য যথেষ্ট ভাল নয়। তোমার আমার সঙ্গে বাইরে যাওয়া উচিত।"

সালমা হায়েক এখন ফরাসি বিলিয়নেয়ার ফ্রাঁসোয়া-হেনরি পিনল্টের সঙ্গে বিবাহিত।