আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে সম্প্রতি ফের এক ভয়াবহ ঘটনার সাক্ষী শহরবাসী। ঘটনাটি ঘটেছে বান্দা জেলার রিসৌরা গ্রামে। এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। খবর সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে এক মা তাঁর তিন শিশু সন্তানকে নিয়ে ক্যান খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এমনটা জানা গিয়েছে স্থানীয় পুলিশ সূত্রে। সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটে শনিবার সকালে। পরে ওই যুবতী ও তাঁর সন্তানদের মৃতদেহ একসঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটন ঘিরে রাজ্যজুড়ে শোরগোল৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম রীনা, বয়স ৩০। তাঁর তিন সন্তানের মধ্যে ছিল হিমাংশু, যার বয়স ৯, অ্যানশি (৫) এবং প্রিন্স (৩)।৷ সূত্রে জানা গিয়েছে, সকালে রীনা ও তাঁর সন্তানরা প্রথমে নিখোঁজ হন। এরপর নিখোঁজ হলে রীনার পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ ও স্বজনেরা তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন।

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, পুলিশ তল্লাশির সময় গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত ক্যান খালের পাড়ে রীনার চুড়ি ও শিশুদের কিছু কাপড়চোপড় উদ্ধার করে। এহেন পরিস্থিতিতে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয় যে, রীনা তাঁর সন্তানদের নিয়ে খালে ঝাঁপ দিয়েছেন। এরপর প্রশাসনের উদ্যোগে খালের জল সরবরাহ সাময়িকভাবে কিছুক্ষণ বন্ধ করা হয় এবং সেখানে তল্লাশি চালান হয়। পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের সহযোগিতায় খালে জাল পেতে তল্লাশি চালিয়ে অবশেষে মৃতদেহ উদ্ধার করা হয়। 

খবর অনুযায়ী, বিকেল প্রায় ৪টার দিকে খাল থেকে একসঙ্গে বাঁধা অবস্থায় চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীউ হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলো দড়ি দিয়ে একসঙ্গে বাঁধা ছিল। এটি ঘটনার নৃশংসতাকে আরও স্পষ্ট করে তোলে।

আরও পড়ুনঃ এও সম্ভব? রিকশাচালকের রাতারাতি ভোলবদল! নেটিজেনরা বলছেন 'আন্তর্জাতিক মডেল', সত্য ঘটনা জানুন...

এই ঘটনার জেরে রীনার স্বামী অখিলেশ আর্ককে পুলিশ ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তারা অনুমান করছে দাম্পত্য কলহই হয়তো এই ঘটনার পেছনে প্রধান কারণ হতে পারে। তবে এটি আত্মহত্যা না কী এর পেছনে আরও কোনও বড় ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে।

এএসপি শিবরাজ জানিয়েছেন, ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে আরও তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে। ঘটনার জেরে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে৷ 

আরও পড়ুনঃ চটজলদি পথে আয়ের জন্য দেহব্যবসা মেয়ের! গোয়েন্দা লাগিয়ে হাতেনাতে ধরল বাবা মা...