আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগের ফুটন্ত কড়াইএমন সব দৃশ্য তৈরি হয়েছে, যা হয়তো চিরদিনের ফ্রেমে জায়গা করে নিয়েছে

যা ভোলারও নয়মাঠের মধ্যে তৈরি হয়েছে নানা ধরনের উত্তেজক মুহূর্ত। সৌম্য সরকার ও হর্ষিত রানা একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন। ২০২৩ সালের এমার্জিং এশিয়া কাপেই এই ঘটনাই ঘটেছে।

সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ভারত প্রথমে ব্যাট করে ২১১ রানে শেষ হয়ে গিয়েছিলঅধিনায়ক যশ ধূল সর্বোচ্চ ৬৬ রান করেন। বাংলাদেশের রান তাড়া করার সময়ে উত্তেজক এক মুহূর্তের জন্ম হয়। সৌম্য সরকারকে ফেরানোর পরে তাঁর সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলেন হর্ষিত রানা।

আরও পড়ুন: ফাইভ স্টার মোহনবাগান, গ্রুপের একনম্বর দল হিসেবে ডুরান্ডের শেষ আটে

পডকাস্ট চ্যানেলে হর্ষিত রানাকে বলতে শোনা গিয়েছে, ''ভারতবাংলাদেশ ম্যাচে সব সময়ে লড়াই হয়। সেদিন ব্যাটিংয়ের সময় ওরা আমাদের খুব গালমন্দ করেছে। যশ ধুল ও আমি যখন ব্যাটিং করছিলাম তখন প্রচুর গালিগালাজ শুনতে হয়েছে''

রানা জানিয়েছে, ঝামেলা শুরু করেছিল বাংলাদেশের খেলোয়াড়রা। তারা প্ররোচিত করছিল ভারতীয়দের। পালটা ভারত যাতে কিছু বলে সেই অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেই সময়ে ভারত এ দলের কোচ ছিলেন সীতাংশু কোটাক। রানা বলছেন, ''কোটাক স্যর বলেছিলেন, মাঠের ভিতরে আমাদের ঝামেলা করার দরকার নেই। ওদের হারানোটাই যথেষ্ট। কিন্তু দিল্লি ও পাঞ্জাবের ক্রিকেটাররা বিষয়টাকে হালকাভাবে নেয়নি''

সৌম্য সরকারের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে হর্ষিত বলেন, ''সৌম্য আন্তর্জাতিক ক্রিকেটার ছিল। আমরা অনূর্ধ্ব ২৩ ক্রিকেটার ছিলাম। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আমি নিজের মতো উদযাপন করছিলাম। সৌম্য আমাকে কিছু একটা বলেছিল। কথা কাটাকাটির শুরু সেখান থেকেই। ওদের অনেকেই গালমন্দ হজম করেছে। শেষমেশ অবশ্য আমরাই ম্যাচটা জিতি''

ব্যাট হাতে রানা ১৪ বলে ৯ রান করেন। এক ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দেন। কিন্তু কোনও উইকেট পাননি। বাংলাদেশি ক্রিকেটাররা যে তাঁকে গালাগালি দিয়েছিলেন, সেটা এখনও মনে আছে হর্ষিত রানার। হর্ষিত রান এখন জাতীয় দলের ক্রিকেটার। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন বর্ডার-গাভাসকর ট্রফিতে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চুটিয়ে খেলেছেন। তিনি এখন পুরোদস্তুর ভারতীয় ক্রিকেটার। সেই হর্ষিত রানা বছর দুয়েক আগের কথা তুলে ধরলেন পডকাস্টে। 

আরও পড়ুন: গম্ভীর চান না, কিন্তু আইসিসি জানিয়ে দিল ২০২৭-এর বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিতই