‘বিগ বস’ সিজন ১৯ শুরু হতে চলেছে আগামী ২৪ অগস্ট থেকে। সলমন খানের সঞ্চালনায় এই জনপ্রিয় রিয়েলিটি শো-তে এবার বেশ কিছু চমকপ্রদ মুখ দেখা যাবে বলে খবর। এর মধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছেন হিমাংশী নরওয়াল। জানা যাচ্ছে, এ বছর 'বিগ বস'-এর ঘরে নাকি দেখা যেতে পারে তাঁকে।

 


হিমাংশী শুধু একজন সাধারণ প্রতিযোগী নন, তিনি ইউটিউবার ও ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদবের কলেজের সহপাঠী। পাশাপাশি, তিনি হলেন জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এর সন্ত্রাসী হামলায় শহিদ হওয়া নৌবাহিনীর অফিসার বিনয় নরওয়ালের স্ত্রী। ওই হামলায় বিনয় নরওয়াল প্রাণ হারান, যা দেশজুড়ে তীব্র শোকের সঞ্চার করেছিল। স্বামীর মৃত্যু পর থেকে হিমাংশী আলোচনার বাইরে থাকলেও, এবার ‘বিগ বস’-এ তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নতুন করে কৌতূহল বাড়িয়েছে।

 

আরও পড়ুন: ফোন কেড়ে নিয়ে বছরভর ঘরে আটকে রাখেন আমির খান! জোর করে দেন ওষুধও? বিস্ফোরক অভিযোগ ভাই ফয়সলের


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্মাতারা হিমাংশীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবনের সংগ্রাম, সাহস এবং মর্মান্তিক অভিজ্ঞতা শো-এর দর্শকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও চূড়ান্তভাবে তিনি অংশ নেবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

 


‘বিগ বস ১৯’-এ ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় মুখের নাম সামনে এসেছে। এলভিশ যাদব নিজেও নাকি বিশেষ অতিথি হিসেবে আসতে পারেন, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। যদি হিমাংশী সত্যিই এই শো-এ প্রবেশ করেন, তবে শো-তে এলভিশ ও তাঁর পুরনো বন্ধুর মুখোমুখি হওয়া নিঃসন্দেহে আলোচনার জন্ম দেবে।

 

সঙ্গে 'বিগ বস'প্রেমীদের জন্য এ বছরের ‘বিগ বস’ হতে চলেছে আবেগ, ড্রামা ও বাস্তব জীবনের গল্পের মিশ্রণে ভরপুর। হিমাংশী নরওয়ালের মতো ব্যক্তিত্বের উপস্থিতি এই শো-এর আবেগঘন দিককে আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন দর্শক মহল।

 

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাওঁয়ে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার ওই লেফটেন্যান্ট। ভেলপুরি খাচ্ছিলেন দু’জনে মিলে। হঠাৎ তাঁদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা। হিমাংশীর কথায়, ‘‘আমাদের সামনে এসেই ওরা বলল, ওকে (বিনয়) দেখে মুসলমান মনে হয় না। গুলি কর।’’ গুলি চলে। সদ্যবিবাহিতার সামনে গুলি খেয়ে লুটিয়ে পড়েন স্বামী।

 

বৈসরনে জঙ্গি হামলার পর পরই যে ছবি সমাজমাধ্যমে ভাইরাল। দেখা যায়, মৃত যুবকের দেহ আগলে বসে রয়েছেন এক তরুণী। পুরো ঘটনার আকস্মিকতায় তিনি হতবাক। পরে জানা যায়, ওই যুবক নৌসেনার লেফটেন্যান্ট বিনয়। হরিয়ানার বাসিন্দা বর্তমানে কর্মরত ছিলেন কোচিতে। গত ১৬ এপ্রিল বিয়ে হয়েছিল তাঁর। মধুচন্দ্রিমার জন্য ইউরোপকেই বেছে নিয়েছিলেন বিনয়-হিমাংশী। কিন্তু ভিসা পাননি। শেষমেশ জম্মু-কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন বিনয়! তাঁর স্ত্রী এবার 'বিগ বস'-এর ঘরে এলে উঠে আসবে আরও অজানা তথ্য! এমনটাই মনে করছেন নেটিজেনরা।