আজকাল ওয়েবডেস্ক:‌ হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়। ‌পায়ের সমস্যা নিয়ে। 


জানা গেছে আরও অন্তত এক থেকে দু’‌দিন হাসপাতালে থাকতে হবে পার্থকে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি পার্থ। 


প্রসঙ্গত তিন বছর তিন মাস ১৯ দিন পর ১১ নভেম্বর জেল থেকে মুক্তি পাওয়ার পর বাড়ি ফিরেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 


প্রসঙ্গত, একমাস আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান তিনি। এরপর থেকে ছিলেন বেহালার বাড়িতেই। আচমকা পায়ের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার স্নান করতে গিয়ে স্নান ঘরে পড়ে যান পার্থ। সেই সময় চোট পান বাম হাতে এবং বা কাঁধে। পারিবারিক চিকিৎসক এক্সরে করার নির্দেশ দেন। এরপর শনিবার পার্থকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি এবং সিবিআই মামলায় জামিন পাওয়ার পর গত ১১ নভেম্বর নিজের বেহালার বাড়িতে ফেরেন। প্রথম দিন দুয়েক প্রকাশ্যে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হঠাৎ করেই নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন তিনি। সেভাবে আর প্রকাশ্যে দেখা যায়নি। এমনকী হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। যা নিয়ে আদালতের তোপের মুখেও পড়তে হয়েছে। যদিও শীতকালীন অধিবেশনে থাকতে চেয়ে স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন পার্থ। এর মধ্যেই এল তাঁর হাসপাতালে ভর্তির খবর।