শুটে যাওয়ার পথে রোজ দেখা! বৃহন্নলা 'দিদি'রা রাখি বাঁধলেন 'ভাই' গৌরবের হাতে, আপ্লুত অভিনেতা কী বললেন

যাতায়াতের পথে দেখা। গাড়ির জানলার কাচ খুলে মিনিট দুই কথা। দক্ষিণ কলকাতার ভিড় রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে থাকা বৃহন্নলাদের সঙ্গে এভাবেই সখ্য তাঁর। গৌরব চট্টোপাধ্যায়ের। রাখিবন্ধনের দিন তাঁরাই পরম স্নেহে রাখি বেঁধে দিলেন অভিনেতা 'ভাই'-এর হাতে। নিখাদ ভালবাসার সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভাগ করে নিলেন মহানায়ক উত্তর কুমারের নাতি।

কী দেখা যাচ্ছে সেই পোস্টে?

গৌরবের হাতে একাধিক রাখি। কোনওটায় আঁকা ভাই-বোনের মুখ, কোনওটায় আবার চকচক করছে রং-বেরঙের স্টোন। গাড়ির জানলা দিয়ে অভিনেতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর বৃহন্নলা দিদিদের দিকে। ভাইয়ের হাতে হাসিমুখে একে একে রাখি বেঁধে দিচ্ছেন তাঁরা। পোস্টটি শেয়ার করে গৌরব লেখেন, 'তোমাদের ভালবাসা আর সমর্থন আমাকে অপরাজেয় করে তোলে। শুভ রাখিবন্ধন।'

সচরাচর যাঁদের দেখলে অনেকের অস্বস্তির উদ্রেক হয়, সমাজে আজও যাঁরা কোণঠাসা, বিশেষ দিনে তাঁদের মুখেই হাসি ফোটালেন গৌরব। দামি সওগাত নয়, নিছক সম্মান এবং ভালবাসাই যেন পুঁজি। অভিনেতা বললেন, "ওঁদের সঙ্গে শুটে যাতায়াতের পথে আমার রোজ দেখা হয়। তিনজনের সঙ্গে কাজের যাওয়ার সময়। দু'জনের সঙ্গে ফেরার সময়। ওঁরা আজ পর্যন্ত আমার কাছে কোনও কিছু চাননি। একটু হাসলে, কথা বললেই খুশি। আমি শুধু সেটুকুই করি। ওঁদেরও ভাল লাগে, আমার ভাল লাগে।"

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Gourab Chatterjee (@baruog)