যাতায়াতের পথে দেখা। গাড়ির জানলার কাচ খুলে মিনিট দুই কথা। দক্ষিণ কলকাতার ভিড় রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে থাকা বৃহন্নলাদের সঙ্গে এভাবেই সখ্য তাঁর। গৌরব চট্টোপাধ্যায়ের। রাখিবন্ধনের দিন তাঁরাই পরম স্নেহে রাখি বেঁধে দিলেন অভিনেতা 'ভাই'-এর হাতে। নিখাদ ভালবাসার সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভাগ করে নিলেন মহানায়ক উত্তর কুমারের নাতি।
কী দেখা যাচ্ছে সেই পোস্টে?
গৌরবের হাতে একাধিক রাখি। কোনওটায় আঁকা ভাই-বোনের মুখ, কোনওটায় আবার চকচক করছে রং-বেরঙের স্টোন। গাড়ির জানলা দিয়ে অভিনেতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর বৃহন্নলা দিদিদের দিকে। ভাইয়ের হাতে হাসিমুখে একে একে রাখি বেঁধে দিচ্ছেন তাঁরা। পোস্টটি শেয়ার করে গৌরব লেখেন, 'তোমাদের ভালবাসা আর সমর্থন আমাকে অপরাজেয় করে তোলে। শুভ রাখিবন্ধন।'
সচরাচর যাঁদের দেখলে অনেকের অস্বস্তির উদ্রেক হয়, সমাজে আজও যাঁরা কোণঠাসা, বিশেষ দিনে তাঁদের মুখেই হাসি ফোটালেন গৌরব। দামি সওগাত নয়, নিছক সম্মান এবং ভালবাসাই যেন পুঁজি। অভিনেতা বললেন, "ওঁদের সঙ্গে শুটে যাতায়াতের পথে আমার রোজ দেখা হয়। তিনজনের সঙ্গে কাজের যাওয়ার সময়। দু'জনের সঙ্গে ফেরার সময়। ওঁরা আজ পর্যন্ত আমার কাছে কোনও কিছু চাননি। একটু হাসলে, কথা বললেই খুশি। আমি শুধু সেটুকুই করি। ওঁদেরও ভাল লাগে, আমার ভাল লাগে।"
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Gourab Chatterjee (@baruog)
গৌরবকে রাখি পরানোর পরিকল্পনা আগেই করে রেখেছিলেন তাঁরা। রাখিবন্ধনের দিন সেই ইচ্ছা পূরণ হল। গৌরবের কথায়, "ওঁরা আমাকে আগেই বলে রেখেছিলেন যে এই দিনটা আমাকে আসতেই হবে। আজ দেখা হতেই আমার হাতে রাখি বেঁধে দিলেন। আমি কোনও দিন ওঁদের কিছু দিইনি। আজ নিজের সাধ্যমতো যা পারলাম, দিলাম। এই অনুভূতিটা সঙ্গে থেকে যাবে। আসলে আমরা অনেক সময়ই ভুলে যাই ওঁরাও আমাদের মতোই প্রতিনিয়ত লড়াই করে লড়েছে। যাঁরা শুধুমাত্র ভালবাসা চান, তাঁদের সেটা দিতে পারলে খুব ভাল লাগে।"
গৌরবের পোস্ট দেখে আবেগে ভাসছেন তাঁর সহকর্মী থেকে অনুরাগীরা। মিমি চক্রবর্তী লিখেছেন, 'কী আন্তরিক! একটানা দেখে চলেছি'। ভালবাসা জানিয়েছেন প্রযোজক নীলাঞ্জনা শর্মাও।
সম্প্রতি এক অনুষ্ঠানে স্ত্রী দেবলীনার সঙ্গে নাচের তালে পা মেলান গৌরব। পেশায় অভিনেতা হলেও তিনি খানিক অন্তর্মুখী। অন্য দিকে, দেবলীনা প্রাণোচ্ছ্বল, বহির্মুখী। স্ত্রীর আবদারেই নাচতে হয় অভিনেতাকে। স্টেজে একসঙ্গে উত্তম কুমারের গানে পা মেলালেন দেবলীনা-গৌরব। 'বনপলাশীর পদাবলী'র গান 'দেখুক পাড়া পড়শিতে'র ছন্দে দেখা গেল জুটিকে।
নাচের অনুষ্ঠানের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়ে দেবলীনা লেখেন, 'যারা আমাদের চেনে, তারা জানে আমার পাশের মানুষটা নাচের থেকে শতহস্ত দূরে, কিন্তু বিয়ে হয়েছে এমন একজনের সাথে যে সারাদিন নেচে বেড়াচ্ছে। তাই অগত্যা আর কি !কেউ সারাজীবন কথা রাখতে পারেনা, কিন্তু মাঝে মাঝে রাখলে ভাল লাগে, এই যা। আমার আর লাই হারাওবার তরফ থেকে তোমাকে একটা বিগ থ্যাঙ্ক ইউ। আমাদের ১৫ বছরের জার্নির অংশ হওয়ার জন্য ধন্যবাদ।'
২০২০ সালে ভালবেসে বিয়ে করেন গৌরব-দেবলীনা। একসঙ্গে সাইক্লিং থেকে দেশবিদেশ ভ্রমণ, কাজ এবং সংসার সামলে আজও প্রেমে ডুবে তারকা-দম্পতি।