আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অটোমোবাইল জায়ান্ট টেসলা আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের নতুন শোরুমের ঘোষণা করল। জানানো হয়েছে, মুম্বাইয়ের পরেই তাদের দ্বিতীয় শোরুম চালু হচ্ছে দিল্লিতে। ২০২৫ সালের ১১ আগস্ট এই নতুন শোরুম উদ্বোধন করা হবে। টেসলা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে লিখেছে, ‘দিল্লিতে আসছে, সঙ্গে থাকুন’। যেখানে দেখা যায় তাদের রাজধানীতে আসার নতুন শোরুম ১১ আগস্ট উদ্বোধন হবে। এর আগে, ১৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি মলে ভারতের প্রথম শোরুম উদ্বোধন করেছিল টেসলা।

ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার হওয়ায়, টেসলা এই দেশটিতে তাদের প্রথম ইলেকট্রিক মিডসাইজ SUV ‘টেসলা মডেল ওয়াই’ চালু করেছে, যার দাম শুরু প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি থেকে। বর্তমানে মডেল ওয়াই-ই একমাত্র উপলব্ধ মডেল ভারতে। এটি দুই ধরনের ভার্সনে পাওয়া যাবে, রিয়ার-হুইল ড্রাইভ (RWD), যার দাম ৬০ লক্ষ টাকা, লং রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভ (LR RWD), যার দাম ৬৮ লক্ষ টাকা। গ্রাহকরা চাইলে টেসলার ফুল সেল্ফ-ড্রাইভিং (FSD) প্যাকেজও নিতে পারবেন, যার অতিরিক্ত খরচ ৬ লক্ষ টাকা। মডেল ওয়াই মোট ছয়টি রঙে পাওয়া যাবে, যার মধ্যে স্টেলথ গ্রে রঙে অতিরিক্ত কোনও খরচ লাগবে না।

অন্য রংগুলো হল—পার্ল হোয়াইট মাল্টি-কোট, ডায়মন্ড ব্ল্যাক, আল্ট্রা রেড, কোয়িকসিলভার ও গ্লেসিয়ার ব্লু, যেগুলোর জন্য অতিরিক্ত চার্জ লাগবে। গাড়ির ইন্টিরিয়র থিম হিসেবে রয়েছে সাদা ও কালো অপশন। গাড়ির সিটিং কনফিগারেশন পাঁচ সিটের। বর্তমানে মুম্বই, দিল্লি এবং গুরগাঁওয়ে ডেলিভারি এবং রেজিস্ট্রেশন পরিষেবা চালু রয়েছে। যা টেসলার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে। তবে রাজ্যভেদে ও স্থানীয় ট্যাক্স অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে। ডেলিভারি শুরু হবে ২০২৫ সালের শেষে। লং রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভ ভার্সন ৬২২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।

এটি ০ থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করে মাত্র ৫.৬ সেকেন্ডে। ১৫ মিনিটের সুপারচার্জিংয়ে ২৬৭ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। মডেল ওয়াই-এর ফ্রন্ট সিটে পাওয়ার রিক্লাইন, হিটিং ও ভেন্টিলেশন সুবিধা রয়েছে। দ্বিতীয় সারির সিটেও পাওয়ার ফোল্ডিং ও হিটিং সুবিধা দেওয়া হয়েছে। গাড়িতে রয়েছে আটটি রিয়ার ক্যামেরা, যার মধ্যে একটি নতুন ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা চালকের সহায়তা করে। সংযোগ ব্যবস্থা দ্বিতীয় প্রজন্মের হার্ডওয়্যারে পরিচালিত। ট্রাঙ্ক হ্যান্ডস-ফ্রি পাওয়ার ওপেনিং ফিচারও যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, শোরুম উদ্বোধনের কয়েক সপ্তাহের মধ্যেই টেসলা মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তাদের প্রথম চার্জিং স্টেশনও চালু করে। ভারতে টেসলা মডেল ওয়াইয়ের আগমন দেশটির ইলেকট্রিক যানবাহন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দূরত্ব, পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি।