আজকাল ওয়েবডেস্ক:‌ থামবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ?‌ শুল্ক যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প?‌ এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী ১৫ আগস্ট। ভারতের স্বাধীনতা দিবসের দিনই মুখোমুখি বৈঠকে বসছেন আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট। এই বৈঠকের দিকেই এখন নজর বিশ্বের।


শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি আলাস্কায় সাক্ষাৎ করবেন। ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কো ও কিয়েভের কাছে তিনি বিশেষ চুক্তিও উপস্থাপন করার ইঙ্গিত দেন। যদিও ক্রেমলিনের তরফে এখনও ট্রাম্প–পুতিনের বৈঠকের দিন বা স্থান নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।


এটা ঘটনা, ট্রাম্প যখন পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠকের ঘোষণা করছেন, ঠিক তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। একদিকে যেখানে রাশিয়া–ইউক্রেনের যুদ্ধ থামাতে চাইছেন ট্রাম্প। তার জন্য এত তোড়জোড়। সেখানেই আবার রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিতে দু’বার ভাবেননি। এবার ট্রাম্প–পুতিনের বৈঠক কোন দিকে মোড় নেয়, তার দিকে নজর সকলের। এই বৈঠক ভারতের উপরেও বিশেষ প্রভাব ফেলতে পারে, তা সে শুল্কের দিক থেকেই হোক বা ভারত–আমেরিকা এবং ভারত–রাশিয়া সম্পর্কের সমীকরণের দিক থেকেই হোক।


প্রসঙ্গত, এর আগে তিন দফায় রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে কথা বলেছেন ট্রাম্প। কিন্তু কোনও আলোচনাই সেভাবে ফলপ্রসূ হয়নি। গত মাসেই সংঘর্ষবিরতিতে রাজি হলেও, রাশিয়া তার আগ্রাসন, গোলাগুলি হামলা বন্ধ করেনি। আলাস্কায় এই বৈঠক ২০২১ সালে জেনেভা বৈঠকের পর প্রথমবার হবে যে রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্ট মুখোমুখি আলোচনায় বসবেন। একাধিকবার ফোনে কথা হলেও, শেষবার ২০১৯ সালে জাপানে জি২০ সামিটের সময়ই ট্রাম্প ও পুতিন একসঙ্গে আলোচনা করেছিলেন।

 

আরও পড়ুন:‌ 'বন্ধু' ট্রাম্পই এখন 'খলনায়ক', শুল্ক বিতর্ক মাথাচাড়া দিতেই মোদির রাজ্যের বাংলো থেকে সরল ট্রাম্পের ব্যানার

এটা ঘটনা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করার পর ভারত সরকার এটিকে অযৌক্তিক বলে জানিয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে যে, অনেক দেশই নিজেদের জাতীয় স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি করছে এবং শুধুমাত্র ভারতকে শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত নয়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরেও দমবে না ভারত। স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারত কখনই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এই নীতির জন্য তাঁকে হয়তো ‘‌মূল্য চোকাতে হবে’‌, তবু তিনি কৃষকদের জন্য তা করতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘‌আমাদের কাছে দেশের কৃষকদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ভারত কখনও কৃষক, জেলে এবং দুগ্ধ চাষীদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। আমি জানি এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে এবং আমি এর জন্য প্রস্তুত। ভারত এর জন্য প্রস্তুত।’‌