আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ পার্থিব প্যাটেল। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে অনবদ্য পারফরম্যান্সের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। পাঁচ টেস্টে ৭৫৪ রান করেন গিল। গড় ৭৫.৪০। রয়েছে চারটে শতরান। তারমধ্যে কেরিয়ারের সেরা ২৬৯ রান। ভারতীয়দের মধ্যে এক টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র ২০ রানের জন্য সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙতে পারেননি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭৪ রান করেন সানি। এই রেকর্ড ভাঙতে না পারলেও আরও একটি নজির গড়েন। অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। ১৯৩৬-৩৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮১০ রান করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। এছাড়াও তরুণ ভারত অধিনায়ক ছাপিয়ে যান সতীর্থ যশস্বী জয়েসওয়ালকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭১২ রান করেছিলেন তিনি। এবার নতুন বেঞ্চমার্ক তৈরি করলেন গিল।

এই সিরিজের আগে এশিয়ার বাইরে সাধারণত হিমশিম খেতে দেখা যেত গিলকে। ৪০ রানের বেশি করতে পারেননি। ২০২১ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রান করেন। তার আগে একাধিকবার শুরুটা ভাল করেও বড় রান করতে পারেননি। কিন্তু এবার সম্পূর্ণ বিপরীত। ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী গিল। তাঁর এই পরিবর্তনের প্রশংসায় ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। পার্থিব বলেন, 'চারটে শতরান। গড় ৭৫.৪০। ৭৫০ রানের বেশি। সবকটাই বিভিন্ন কন্ডিশনে। আগে ও ব্যাট করতে নামলে প্রশ্ন উঠত। ও কি সেনা দেশগুলোতে পারফর্ম করতে পারবে? ধারাবাহিকতা দেখাতে পারবে? কিন্তু দেখুন কেমন জবাব দিয়েছে। হেডিংলিতে প্রথম ইনিংসে ১৪৭ রান। সবাই বলেছিল, দ্বিতীয় ইনিংসে নিজের উইকেট ছুড়ে দিয়েছে। তারপর এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে আবার ১৬১। তৃতীয় টেস্টে দুই ইনিংসেই তাড়াতাড়ি আউট হয়। আবার ওর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আগের টেস্টগুলোতে ৪৩০ রান করা সত্ত্বেও। তারপর ম্যাঞ্চেস্টারে আবার শতরান। যেখানে ভারতকে ড্র করতেই হত। যখনই চ্যালেঞ্জ এসেছে, যখনই প্রশ্ন উঠেছে, ওর ব্যাট জবাব দিয়েছে। অনবদ্য পারফরম্যান্স।' 

নিজের আইডল বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেন শুভমন। সেনা দেশগুলোতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান ছিল কোহলির। এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে ৬৯২ রান করেছিলেন। এবার তাঁকে ছাপিয়ে যান গিল। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০০ রানের মাইলস্টোনও পেরিয়ে যান। ১১৮ ম্যাচে তাঁর রান ৬০০০। গড় ৪৬.১৫। তারমধ্যে রয়েছে ১৮টি শতরান এবং ২৫টি অর্ধশতরান। টেস্টে তাঁর রান সংখ্যা ২৬১৫। গড় ৪১.৩৫। টেস্ট থেকে রোহিত শর্মার অবসরের পর তাঁকে অধিনায়ক ঘোষণা করায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তাঁদের যোগ্য জবাব দেন টিম ইন্ডিয়ার তরুণ নেতা। এবার একদিনের ক্রিকেটেও তাঁকে অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে।