আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ। এরপর এশিয়া কাপ। কিন্তু পরবর্তী টুর্নামেন্ট নিয়ে যত না লোকের মাথাব্যথা আছে, তার থেকে অনেক বেশি আগ্রহ বিরাট কোহলি এবং রোহিত শর্মা কবে মাঠে ফিরছে নেই নিয়ে। গত দু'দিন ধরে এই নিয়ে চর্চা চলছে। তারই মধ্যে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ফ্যানদের আগ্রহ বাড়িয়ে দিলেন কোহলি। নিজের এক্স হ্যান্ডেলে গুজরাট টাইটান্সের সহকারী কোচ নঈম আমিনের সঙ্গে ছবি পোস্ট করেন। তাও আবার প্র্যাকটিস সেশনের। দেখেই বোঝা যাচ্ছে নেট সেশনের আগে বা পরে ছবিটি তোলা হয়েছে। গুজরাট টাইটান্সের সহকারী কোচের কাঁধে হাত দিয়ে হাসিমুখে পোজ দেন বিরাট। নিজের ইনস্টাগ্রামেও সেই ছবি পোস্ট করে কোহলি লেখেন, 'আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ ব্রাদার। তোমার সঙ্গে দেখা করে খুব ভাল লাগল।' এর থেকেই বোঝা যাচ্ছে টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিলেও, একদিনের ক্রিকেটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। 

অক্টোবরে অস্ট্রেলিয়া‌ সফরে যাবে ভারতীয় দল। অজিদের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়ার সঙ্গে সফরে যাবেন কোহলি। দুই মাসেরও বেশি বাকি থাকতেই প্রস্তুতি শুরু করে দিলেন। ১৯ অক্টোবর পারথে প্রথম একদিনের ম্যাচ। ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ। আইকনিক জুটিকে আবার মাঠে দেখার অপেক্ষায় ফ্যানরা। লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথমবার মাঠে নামবে তারকা জুটি। মে মাসে আচমকা টেস্ট থেকে অবসর নিয়ে ক্রিকেট মহলকে চমকে দেন। ভেঙে পড়ে ফ্যানরা। ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন। বোর্ড কর্তাদের শত অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্ত বদলাননি। 

অস্ট্রেলিয়ার মাটিতেই সাদা জার্সিতে শেষবার দেখা গিয়েছে কোহলিকে। সিডনিতে পঞ্চম টেস্টে স্কট বোল্যান্ডের বলে স্লিপে ধরা পড়েন তারকা ক্রিকেটার। নয় ইনিংসে মাত্র ১৯০ রান করেন। গড় ২৩.৭৫। পারথে প্রথম টেস্টে শতরানের পর বাকি টেস্টে দাঁড়াতেই পারেননি বিরাট। ক্যাঙ্গারুদের দেশেই শেষ টেস্ট খেলে ফেলেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে সেই স্মৃতি ভুলতে চাইবেন। তাঁর থেকেও বেশি কোহলি ফ্যানরা চাইবে তাঁদের তারকা ভুরিভুরি রান করুক। অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে রেকর্ড ভাল বিরাটের। ২৯ ম্যাচে ১৩২৭ রান করেন। গড় ৫১.০৩। রয়েছে পাঁচটি শতরান এবং ছ'টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৩৩। সাদা বলের ক্রিকেটে শেষবার আইসিসি ট্রফি জেতেন কোহলি। পাঁচ ইনিংসে ২১৮ রান করেন। গড় ৫৪.৫০। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং অর্ধশতরান। চলতি বছর সাতটি একদিনের ম্যাচ খেলেছেন। দারুণ ফর্মে ছিলেন। ২৭৫ রান করেন। গড় ৪৫.৮৩। এবার ১৮ বছরের খরা কাটিয়ে আইপিএল জেতেন কোহলি। বছরটা ভাল যাচ্ছে তারকা ক্রিকেটারের। সেই ছন্দই ধরে রাখতে চাইবেন।