আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে অন্ধ্রপ্রদেশের চার মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। জানা গিয়েছে, জিপিএসের ত্রুটির কারণে তাঁদের নৌকা আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখা (IMBL) অতিক্রম করে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে। প্রাথমিক সূত্র অনুযায়ী, ওই চার মৎস্যজীবী তামিলনাড়ু থেকে একটি নতুন নৌকা কেনার পর সেটি নিয়ে কাকিনাড়া ফিরছিলেন। সেই পথেই জিপিএস ভুল নির্দেশনা দেওয়ায় দুর্ঘটনাবশত শ্রীলঙ্কার সীমানায় চলে যান তাঁরা। আটক হওয়া মৎস্যজীবীদের নাম ব্রহ্মানন্দম, নুকারাজু, নাগেশ্বর রাও এবং শ্রীনু। তাঁরা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কোণাসীমা জেলার বাসিন্দা। শ্রীলঙ্কার নৌসেনা তাঁদের আটক করে স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

পরে আদালতে তোলা হলে, চারজনকেই ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। বর্তমানে তাঁরা জাফনা জেলে রয়েছেন। এই ঘটনার পর ভারতের জাফনার কনসাল জেনারেল বিষয়টি শ্রীলঙ্কার মৎস্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। শ্রীলঙ্কা সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, ১১ই আগস্ট নির্ধারিত তদন্তের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী তাঁদের মুক্তি দেওয়া হবে। এদিকে, আটক মৎস্যজীবীদের পরিবার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ করে তাঁদের মুক্তির দাবি জানিয়েছে। সরকারি কর্মকর্তারা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং শ্রীলঙ্কার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন যাতে মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়। এই ঘটনা ফের একবার আন্তর্জাতিক জলসীমা সংক্রান্ত স্পষ্ট নির্দেশনার প্রয়োজনীয়তা এবং উপকূলবর্তী রাজ্যগুলির মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।