আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত সর্বশেষ নুম্বিও নিরাপত্তা সূচকে ভারত বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে ৬৭তম স্থানে ছিল। নিরাপত্তা সূচকে ভারতের প্রাপ্ত নম্বর ৫৫.৮।

শহরভিত্তিক র্যাঙ্কিংয়ে, ম্যাঙ্গালোর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে। কম অপরাধের হার এবং শক্তিশালী নাগরিক পরিকাঠামোর জন্য প্রশংসিত হয়েছে শহরটি। বিশ্বব্যাপী ম্যাঙ্গালোরের ৪৯তম স্থানে রয়েছে। নিরাপত্তা সূচকে প্রাপ্ত স্কোর ৭৪.২।

ম্যাঙ্গালোরের ঠিক পরেই রয়েছে গুজরাতের তিন শহর ভদোদরা, আহমেদাবাদ এবং সুরাট। তিন শহরের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৯.২, ৬৮.২ এবং ৬৬.৬। প্রথম দশে ভারতের অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে রাজস্থানের জয়পুর, মহারাষ্ট্রের নবি মুম্বই, কেরলের তিরুবনন্তপুরম, তামিলনাড়ুর চেন্নাই, মহারাষ্ট্রের পুণে এবং চণ্ডীগড়। 

ভারতের রাজধানী দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ, সবচেয়ে অনিরাপদ শহরের তালিকায় স্থান পেয়েছে। নিরাপত্তা নিয়ে শহরগুলির ক্রমশ বাড়তে থাকা উদ্বেগ, বিশেষ করে মহিলাদের জন্য, তাদের সূচকের একদম নীচে ঠেলে দিয়েছে। দিল্লির অপরাধ সূচক স্কোর ৫৯.০৩, গাজিয়াবাদের ৫৮.৪৪ এবং নয়ডার ৫৫.১।

আরও পড়ুন: খারপ সময়ে সুখবর দিল টিসিএস, ৮০ শতাংশ কর্মীর বেতন বৃদ্ধি করবে সংস্থা, কে কত পাবেন জেনে নিন

দিনের বেলায় এবং রাতে, উভয় সময়েই মানুষ তাদের দৈনন্দিন জীবনে কতটা নিরাপদ বোধ করেন তা বিশ্লেষণ করেছে নুম্বিও। নানা হুমিক যেমন, ছিনতাই, ডাকাতি, গাড়ি চুরি, অপরিচিতদের দ্বারা শারীরিক আক্রমণ, হয়রানি এবং বর্ণবৈষম্য, জাতিবৈষম্য, লিঙ্গ বা ধর্মবৈষম্যের মতো বিষয়গুলির উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্লেষণে ভাঙচুর ও চুরির মতো সম্পত্তি সংক্রান্ত অপরাধের পাশাপাশি হামলা ও হত্যার মতো সহিংস অপরাধের উদ্বেগও অন্তর্ভুক্ত রয়েছে।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শহর তাদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। উল্লেখযোগ্যভাবে, তাদের মধ্যে পাঁচটি বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ শহরের মধ্যে স্থান পেয়েছে। 

তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) রাজধানী আবুধাবি, বছরের মাঝামাঝি সময়ে নিরাপত্তা সূচক স্কোর ৮৮.৮। টানা নয় বছর বিশ্বব্যাপী সবচেয়ে নিরাপদ শহর হিসাবে শীর্ষ স্থান ধরে রেখেছে আবুধাবি। নিরাপদ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমিরশাহি।

বিশ্বের প্রথম ১০টি সুরক্ষিত শহরের তালিকায় নাম রয়েছে কাতারে দোহা, আমিরশাহির দুবাই, শারজাহ, তাইওয়ানের তাইপেই, বাহরিনের মানামা, ওমানের মাস্কাট, নেদারল্যান্ডসের হেগ, নরওয়ের ট্রন্ডহাইম এবং আইন্দোভান।

আরও পড়ুন: নাগরিকত্বের প্রমাণ হিসেবে নতুন নথি দেবে স্বরাষ্ট্র মন্ত্রক, সাংসদে জানিয়ে দিল কেন্দ্র, কীভাবে মিলবে সেই কাগজ

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র তথ্য অনুযায়ী, কলকাতা দেশের সবচেয়ে সুরক্ষিত শহর। টানা তিন বছর এই খেতাব ধরে রেখেছে তিলোত্তমা। এরপরেই রয়েছে তামিলনাড়ুর চেন্নাই, কোয়েম্বাতুর, গুজরাতের সুরাট, মহারাষ্ট্রের পুণে, হায়দরাবাদ, কর্ণাটকের বেঙ্গালুরু, আহমেদাবাদ, মুম্বই এবং কেরলের কোঝকোড়।

কলকাতায় প্রতি ১ লক্ষ জনসংখ্যায় ৭৮.২টি অপরাধের মামলার রেকর্ড রয়েছে। পাশাপাশি এক বছরের মধ্যে কমেছে অপরাধের সংখ্যাও। ২০২২ সালে অপরাধের হার ছিল ৮৬.৫ শতাংশ। ২০২১ সালে কলকাতায় প্রতি লক্ষ জনসংখ্যায় ১০৩.৪টি অপরাধের ঘটনার রেকর্ড ছিল।