আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজ ম্যাজিকে ওভালে টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে আনে ভারত। চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়েছিলেন সিরাজ। সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। প্রাক্তনদের তীব্র সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছিলেন সিরাজ। সেই সিরাজ প্রায়শ্চিত্ত করেন ওভাল টেস্টের পঞ্চম দিনে।

ক্রিকেট বারবার সুযোগ দেয় না। এক বলের খেলা ক্রিকেট। সেখানে ক্রিকেট আরও একটা সুযোগ দিয়েছিল সিরাজকে। হায়দরাবাদি তারকা সেই সুযোগ দু'হাতে লুফে নেন। ওভালে নিজেকে নিংড়ে দিলেন। তিরিশ ওভার হাত ঘুরিয়ে পাঁচ-পাঁচটি উইকেট নিলেন। পঞ্চম দিনের শুরুতে উইকেট নিয়ে ইংল্যান্ডের সাজঘরে জোরালো ধাক্কা দিয়েছিলেন  তিনি। ইংল্যান্ডের শেষটাও হয় তাঁরই হাতে। 

ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামও মনে করছেন ওভালে জেতা উচিত ছিল ভারতেরই। যোগ্য দল হিসেবেই ওভাল টেস্ট জিতে নিয়েছে ভারত।

ওভালে জেতার জন্য ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল চার-চারটি উইকেট। ভারতের সুযোগ কম। বরং ইংল্যান্ড অ্যাডভান্টেজে বললেও অত্যুক্তি করা হবে না। কিন্তু মহম্মদ সিরাজ অন্যকিছু হয়তো ভেবে রেখেছিলেন। দিনটা তাঁর। ওভাল টেস্টে লেখা থাকবে তাঁর নাম। 

আরও পড়ুন: 'কুর্সি কি পেটি বাঁধ লো...', নামধারী বাধা টপকে ইস্টবেঙ্গল ইঙ্গিত দিল 'মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়' ...

গাস অ্যাটকিনসনের স্ট্যাম্প নাড়িয়ে দিয়ে ভারতকে জয় এনে দেওয়া সিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন ম্যাককালাম। সিরিজের সবগুলো ম্যাচ খেলে সিরাজ শেষ দিকে এসেও যেভাবে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, তা মন জিতে নিয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও বিস্ফোরক ব্যাটসম্যান ম্যাকালামের। যিনি আবার আইপিএলের দুনিয়ায় ঝোড়ো ব্যাটিং করে রেকর্ডও গড়েছিলেন। ম্যাকালাম বলছেন, ''আমরা ওদের চাপে রেখেছিলাম। দল হিসেবে ভারত কতটা শক্তিশালী এবং দৃঢ়চেতা, ওভাল টেস্ট তারই প্রমাণ দেয়। আমরা জানতাম ইংল্যান্ডে এলে ভারত কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আমাদের দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে।'' ম্যাকালামের সংযোজন, ''ওভাল টেস্টে ভারত শেষ দিকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। পঞ্চম টেস্ট খেলতে নেমে নিজের ৩০তম ওভারেও নব্বই মাইলের আশপাশে বল করেছে সিরাজ। সিরাজ সিংহহৃদয়ের পরিচয় দিয়েছে। অসাধারণ প্রচেষ্টা। ওভালে আমরা জয়ের কাছাকাছি পৌঁছলেও আমার মনে হয় জয় ভারতেরই প্রাপ্য ছিল।”

আরও পড়ুন: 'মায়ের ভাষা বললেই বাংলাদেশী?', বাঙালির অস্মিতা কি বিপন্ন! যুবভারতীতে গর্জে উঠলেন ইস্টবেঙ্গল সমর্থকরা...