আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের ফ্যানদের জন্য সুখবর। দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন না সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসেই থাকছেন। শেষমেষ দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটল। মনে হতেই পারে তার সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক কী? বিষয় হল, সঞ্জুর সিএসকেতে যোগ না দেওয়ার অর্থ হল, এখনও দলের একনম্বর উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি। অর্থাৎ, আরও একটা বছর হলুদ জার্সিতে দেখার সুযোগ রয়েছে মাহিকে। এখনও অন্য কোনও উইকেটকিপারকে সই করায়নি চেন্নাই। এদিন সঞ্জু স্যামসনের রাজস্থানে থাকার খবর নিশ্চিত করে এক সর্বভারতীয় সংবাদসংস্থা। 

আইপিএলের পর থেকেই ৩০ বছরের উইকেটকিপার ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছিল, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাবেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, রাজস্থানেই থাকছেন তিনি। ফ্র্যাঞ্চাইজির এক সূত্র বলেন, 'সঞ্জু স্যামসন বা অন্য কোনও প্লেয়ারকে এই মুহূর্তে ছেড়ে দিতে চাইছে না রাজস্থান রয়্যালস। দলের গুরুত্বপূর্ণ অঙ্গ ও, দলের অধিনায়কও।' ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে আঙুলে চোট পান স্যামসন। অস্ত্রোপচার করাতে হয়। আইপিএলে মাত্র ৯টি ম্যাচ খেলেন। ২৮৫ রান করেন। স্ট্রাইক রেট ১৪০.৩৯। তারপরও আবার চোট পেয়ে বেশ কয়েকটা ম্যাচে মাঠের বাইরে চলে যান। সঞ্জুর অনুপস্থিতিতে রাজস্থানকে নেতৃত্ব দেন রিয়ান পরাগ। ওপেনিংয়ে তাঁর অভাব মিটিয়ে দেন বৈভব সূর্যবংশী। রয়্যালসের হয়ে দাপুটে অভিষেক ১৪ বছরের বাঁ হাতির। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেন। গত আইপিএলের অধিকাংশ সময় চোটের জন্য মাঠের বাইরে কাটে সঞ্জুর। তাই ভাবা হয়েছিল, তাঁকে ছেড়ে দেবে রাজস্থান। তবে এই মুহূর্তে তেমন কোনও সম্ভাবনা নেই। রয়্যালসের হয়ে ইনিংস ওপেন করেন উইকেটকিপার ব্যাটার। অধিনায়কও তিনি। 

প্রসঙ্গত, ছয় বছর হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। আইপিএলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। প্রতি বছরের শুরুতেই একটা আশঙ্কা থাকে। এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ বছর? গত দু'তিন বছর ধরে একই পরিস্থিতি চলে আসছে। তবে গত আইপিএলের আগে ফ্যানদের আশ্বস্ত করেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। জানিয়ে দেন, এখনই আইপিএল থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছে নেই। এখনও ক্রিকেট উপভোগ করতে চান।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর পাঁচ বছরেরও বেশি সময় কেটে যাওয়ায় এবার আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলেন ধোনি। আগামী আইপিএলে কি দেখা যাবে তাঁকে? এখনও তার নিশ্চয়তা নেই। মাঝের সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান ধোনি। কোটিপতি লিগ শুরু হওয়ার আগে নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে সঞ্জু স্যামসনের চেন্নাইয়ে না যোগ দেওয়ায় আশার আলো দেখছেন মাহি ভক্তরা।