আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন দুই তারকা ক্রিকেটার মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ২০২৫ মরশুমে 'দ্য হান্ড্রেড'-এ চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁরা খেলবেন নর্দার্ন সুপারচার্জার্স দলের হয়ে। এই দলের মালকিন আবার সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান গ্রুপ। 

আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদও সান গ্রুপের। আইপিএলে হায়দরাবাদের খেলা থাকলেই গ্যালারিতে দেখা যায় মালকিন কাব্য মারানকে। এবার তাঁর দলেই দুই পাকিস্তানি ক্রিকেটার। 

সেই দলে আমির আর ইমাদ ওয়াসিমের অন্তর্ভুক্তি 'দ্য হান্ড্রেড'-এ পাকিস্তানি ক্রিকেটারদের ব্রাত্য থাকার গুঞ্জনও উড়িয়ে দিল। কিন্তু কাব্য মারানের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে নেমে এসেছে। পাকিস্তানকে সবক শেখানোর জন্য 'অপারেশন সিঁদুর' চালিয়েছে ভারত। 

আরও পড়ুন: টি-২০ তে ইতিহাস, লর্ডসে অভিষেকে জ্বলে উঠলেন আফগান তারকা

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটে। লিজেন্ডস লিগে দু'বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে ভারতের লিজেন্ডসরা। এই পরিস্থিতিতে দুই পাক ক্রিকেটারকে দলে নেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের উপরে রয়েছে নিষেধাজ্ঞা। 'দ্য হান্ড্রেড'-এও কি একই রকম কিছু ঘটতে পারে? এমন এক প্রশ্ন উঠতে শুরু করেছিল। আশঙ্কাও তৈরি হয়েছিল। 'দ্য হান্ড্রেড'-এর আটটি দলের মধ্যে চারটির মালিক ভারতীয় বংশোদ্ভূত। 

তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নিতে সমস্যা নেই। 

গত মার্চে অনুষ্ঠিত হয়েছিল প্লেয়ারদের ড্রাফট। পাকিস্তানের কোনও  ক্রিকেটারকে দলে নেওয়া হয়নি। তখন অনেকেই ভেবেছিলেন, দ্য হান্ড্রেডে ব্রাত্য থেকে যাবেন পাক ক্রিকেটাররা। পাকিস্তানের  আন্তর্জাতিক সূচি এবং অন্যান্য কারণে তাঁরা ড্রাফটে ছিলেন না। 

সোমবার মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিম 'দ্য হান্ড্রেড'-এ অন্তর্ভুক্ত হলেন। দুই পাক তারকা খেলবেন নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে। বেন ডোয়ারশুইস ও মিচেল স্যান্টনারের জায়গায় তাঁরা দলে এসেছেন। 

ডোয়ারশুইস-স্যান্টনার দু'জনই জাতীয় দলের জার্সিতে খেলার জন্য ব্যস্ত থাকবেন। ৭ থেকে ১১ আগস্ট পর্যন্ত বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্যান্টনার। সেই সময়ে নর্দার্ন সুপারচার্জার্সের দু'টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। আর ডোয়ারশুইসকে রেখেই দল গড়েছে অস্ট্রলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ ২৪ আগস্ট। ফলে 'দ্য হান্ড্রেডে' ডোয়ারশুইসের খেলার সম্ভাবনা কম। 

বৃহস্পতিবার অভিযান শুরু করছে কাব্য মারানের দল। তাদের প্রথম ম্যাচ ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে। নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়ক ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক।

আরও পড়ুন: নিজের দেশের কাছেই এখন তিনি ‘‌ভিলেন’‌, আর ভারতীয়দের কাছে পাচ্ছেন হিরোর সম্মান!‌ কে তিনি জানুন