আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টাও হয়নি শহরে এসেছেন। মোহনবাগানের চার গোলে জয়ের রাতেই কলকাতায় পা রাখেন জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। সোমবার মধ্যরাতে একইসঙ্গে হাজির হয়েছেন। কিন্তু জেটল্যাগ কাটার অপেক্ষা করেননি, পরের দিন বিকেলেই প্র্যাকটিসে নেমে পড়েন দুই বিশ্বকাপার। ডুরান্ড কাপ শুরু হয়েছে। প্রথম দুটো ম্যাচ জিতেছে মোহনবাগান। সরাসরি কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করতে শনিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জিততেই হবে। ড্র করলে বা হারলে তাকিয়ে থাকতে হবে বাকিদের রেজাল্টের দিকে। তাই বাড়তি সতর্কতা বাগান শিবিরে। আগের দিনই হোসে মোলিনা পরের ম্যাচে কামিন্স বা ম্যাকলারেনকে খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন। এদিন অনুশীলনে তারই প্রতিফলন মিলল। আগের দিন মধ্যেরাতে কলকাতায় এসেই পুরোদমে প্র্যাকটিসে যোগ দিলেন কামিন্স এবং ম্যাকলারেন। মঙ্গলবার বিকেলে মোহনবাগান মাঠে প্র্যাকটিস চলে। ওপেন অনুশীলন হওয়ায় হাজির ছিলেন সমর্থকরা। দুই তারকা বিদেশিকে স্বাগত জানায় ফ্যানরা। 

পরিচিত মেজাজে দেখা যায় দুই অজি তারকাকে। চির পরিচিত ঢঙে বাকি সতীর্থদের সঙ্গে মিশে যান। গত মরশুমের ছবি ফিরিয়ে আনেন। দু'জনেই ফিটনেসে নজর দেন। আগের মরশুমে কামিন্সকে নতুনভাবে খুঁজে পাওয়া গিয়েছিল। সাধারণত তাঁকে 'ফক্স ইন দ্য বক্স' বলা হয়। কিন্তু আগের বছরের শেষদিকে মাঝমাঠের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে দেখা যায় তাঁকে। গোটা মাঠ জুড়ে খেলেন। এবারও তাঁর থেকে একই প্রত্যাশা থাকবে।

অন্যদিকে আগের মরশুমে ঘাড়ের চোট সারিয়ে মাঠে নামতে কিছুটা দেরী হয় ম্যাকলারেনের। ডুরান্ডে খেলতে পারেননি। কিন্তু এবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই তাঁকে ম্যাচ টাইম দিতে চান মোলিনা। মঙ্গলবার নিজেদের মাঠে ওপেন অনুশীলন ছিল মোহনবাগানের। স্পটলাইট ছিল কামিন্স এবং ম্যাকলারেনের দিকে। বুধবার ছুটি। বাকি দু'দিন রুদ্ধদ্বার প্র্যাকটিস।

এদিন অনুশীলনে চোট পান আপুইয়া‌। দুই দলে ভাগ করে ম্যাচ খেলাচ্ছিলেন‌ মোলিনা। গ্লেনের সঙ্গে সংঘর্ষে মাঠে লুটিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পড়ে ছিলেন। তারপর প্রাথমিক শুশ্রূষা করেন ফিজিও। চোটের জায়গায় বরফ দেওয়া হয়। তবে মাঠ ছাড়ার সময় খোঁড়াতে দেখা যায় তাঁকে। দুই ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। তারপর দাঁড়িয়ে থাকতে পারেননি। চোট কতটা গুরুতর এখনই বলা যাচ্ছে না। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের সূত্র অনুযায়ী, চোট খুব বেশি গুরুতর নয়। দিন দু'য়েকের মধ্যে ঠিক হয়ে যাবেন। অর্থাৎ, শনিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে তাঁকে পাওয়া যেতে পারে। আপুইয়া‌, শুভাশিস এবং সুহেল চোটের জন্য প্র্যাকটিস করেনি। সুহেলের এমআরআই হয়েছে। এখনও রিপোর্ট জানা যায়নি। এই তিনজন ছাড়া বাকিরা পুরোদমে অনুশীলন করে। এদিন কুলিং ডাউন ছিল। বিএসএফ ম্যাচের প্রথম একাদশের ফুটবলাররা শারীরিক কসরত করেন। বাকিরা নিজেদের প্র্যাকটিসে ডুবিয়ে দেয়। অনুশীলনে মগ্ন ছিলেন সাহাল, কিয়ানরা। সরাসরি নকআউট পর্বে যেতে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয় ছাড়া কোনও গতি নেই। অন্যদিকে কিবু ভিকুনার দলের ড্র করলেই হবে। কোনও অঙ্ক কষছেন‌ না মোলিনা। অপেক্ষা করে থাকতে চান না 'বেস্ট অফ টু' এর। শনিবাসরীয় রাতেই ডুরান্ডের শেষ আটের ছাড়পত্র সংগ্রহ করতে চান বাগান কোচ।