আজকাল ওয়েবডেস্ক: ডানকুনিতে জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে একটি গয়নার দোকানে ভয়াবহ ডাকাতি, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি বহুতলের একতলায় অবস্থিত ছিল গয়নার দোকানটি। জানা গিয়েছে, রবিবার বিকেলের দিকে ওই দোকানে ক্রেতা সেজে প্রথমে কয়েকজন দোকানে প্রবেশ করে। তারপর আরও কয়েকজন ব্যক্তি সেখানে ঢুকে লুটপাট শুরু করে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকান থেকে মূল্যবান গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সংখ্যায় চার জন দুষ্কৃতি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জানা গিয়েছে, যারা এসেছিল তারা হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলছিল। এমনটাই দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানিয়েছেন, এলাকায় সিসিটিভি ছাড়াও দোকানেও সিসিটিভি লাগানো আছে। তবে যারা এসেছিল তারা স্থানীয় কেউ নয়, সবার মুখ খোলা ছিল। প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। তা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনকি, তাঁর হাতের আঙুলের আংটিও খুলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এলাকাটি একেবারে জাতীয় সড়কের পাশে হওয়ায় দুষ্কৃতীরা জাতীয় সড়ক ধরে খুব তাড়াতাড়ি পালিয়ে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই দোকানের সিসিটিভি ছাড়াও জাতীয় সড়ক সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি জেলার বিভিন্ন থানায় অ্যালার্ট করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ডানকুনির সঙ্গে সংযোগকারী একাধিক রাস্তাও খতিয়ে দেখা হচ্ছে।
এমনকি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল যায় চাঞ্চল্যকর ডাকাতি। স্থানীয় ‘গোল্ড জুয়েলারি হাউস’-এ বুধবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী। দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, দু’টি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে যায়। যাতে তাদের চিহ্নিত করা না যায় সেজন্য প্রত্যেকের মুখে হেলমেট ছিল। দোকানের মালিক অজয় মন্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নেয় তারা। যাওয়ার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার মতলবেই তারা হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
