টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
করণের আবেগ
শুক্রবার ৭১তম জাতীয় পুরস্কারের তালিকায় 'সেরা পপুলার ছবি'র খেতাব জিতে নিয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সিনেসমালোচক থেকে দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছিল। বক্স অফিসেও ধরা দিয়েছিল করণ জোহরের বহু প্রতীক্ষিত সাফল্য। এবার সেই সিনেমার ঝুলিতেই এল জোড়া জাতীয় পুরস্কার। সেরা কোরিওগ্রাফির (ঢিন্ডোরা বাজে রে) পুরস্কারও গিয়েছে এই সিনেমার ঝুলিতেই। যার জেরে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পর্দার 'রকি-রানি' রণবীর সিং এবং আলিয়া ভাট। উচ্ছ্বাস প্রকাশ করে দর্শকদের ধন্যবাদ জানালেন পরিচালক-প্রযোজক করণ জোহরও। জাতীয় পুরস্কারপ্রাপ্ত করণ জোহর বলছেন, "আমার হৃদয়ের খুব কাছের ছবি- রকি অউর রানি কি প্রেম কাহানি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। জুরি সদস্যদের ধন্যবাদ এবং ছবিটি এখনও যে বিপুল পরিমাণ ভালোবাসা পাচ্ছে, তাতে আমি এখনও কৃতজ্ঞ।"
শাহরুখের কৃতজ্ঞতা

৩৩ বছরের দীর্ঘ পথচলা। তাঁর কেরিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি।
পুরস্কারপ্রাপ্তির পর এক আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ, গর্বিত ও অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যাঁরা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
আরও পড়ুন: কবে বিয়ের পিঁড়িতে বসছেন প্রেরণা দাস? প্রেমিককে সামনে এনে কোন সুখবর দিলেন?
৩০ বছরে রানির প্রাপ্তি
৩০ বছর অভিনয়ের পর অবশেষে শুক্রের সন্ধেতে এল সুসংবাদ। প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী রানি মুখার্জি। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন নব্বইয়ের অন্যতম জনপ্রিয় এই নায়িকা। ২০২৩ সালে মুক্তি পাওয়া 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' পরিচালনা করেন আশিমা ছিব্বর ৷ প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রানি। তিনি মুম্বইয়ের সংবাদসংস্থাকে বলেন, "এই সিনেমার জন্য জাতীয় পুরস্কারের মতো সম্মান পেয়ে আমি অভিভূত ৷ আমার ৩০ বছরের কেরিয়ারে এটা প্রথম জাতীয় পুরস্কার৷ একজন অভিনেতা হিসাবে আমি অনেক ভাল ভাল ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি৷ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরিকে ধন্যবাদ জানাতে চাই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-তে আমার কাজকে সম্মান জানানোর জন্য।" এদিন অভিনেত্রী আরও বলেন, "আমি এই মুহূর্তটা ছবির পুরো টিম, আমার প্রযোজক নিখিল আদবানি, মনীষা এবং মধু, আমার পরিচালক আশিমা ছিব্বর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি।এই পুরস্কার আমার ৩০ বছরের কাজের স্বীকৃতি, আমার শিল্পের প্রতি আমার নিষ্ঠাকে তুলে ধরে৷ আমি এই পুরস্কার সকল মায়েদের উৎসর্গ করছি৷"
