আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে খেলবেন জসপ্রীত বুমরা?‌ নিশ্চিত নয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি জানিয়েছেন, দুবাই ও আবুধাবিতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অবধি চলবে প্রতিযোগিতা। ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। তাই গ্রুপে দু’‌দলের দেখা তো হবেই। এছাড়া দু’‌দল সুপার ফোরে গেলে ফের এক বার দেখা হতে পারে। এছাড়া দু’‌দল ফাইনালে উঠলে আর একবার দেখা হবে। অর্থাৎ দু’‌দলের তিন বার সর্বোচ্চ দেখা হতে পারে।


এবারের টুর্নামেন্ট হবে টি২০ আকারে। কারণ আগামী বছর রয়েছে টি২০ বিশ্বকাপ। তাই এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে। তবে এশিয়া কাপে টিম ইন্ডিয়ায় বুমরাকে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়। অন্তত প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া জানিয়েছেন, বুমরার এশিয়া কাপ খেলা নিশ্চিত নয়।


নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, ‘‌বুমরাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বুমরা যদি ওভালে শেষ টেস্ট না খেলে তাহলে আমার মতে বুমরার এশিয়া কাপ খেলা উচিত। তবে দলটা কীরকম হয় তা নিয়ে একটা আগ্রহ রয়েছে। তবে গতবারের থেকে খুব বেশি বদল হবে বলে মনে হয় না।’‌


বুমরাকে নিয়ে প্রশ্ন থাকলেও ফিটনেস সমস্যার জন্য মহম্মদ সামিকে যে এশিয়া কাপেও নেওয়া হবে না তা একপ্রকার নিশ্চিত বলে জানিয়েছেন আকাশ চোপড়া। তাঁর কথায়, ‘‌সামিকে তৈরি করা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। সেখানেই যখন সামি খেলতে পারেনি তাহলে মনে হয় না এশিয়া কাপের দলে ওঁকে নেওয়া হবে। কারণ এবার এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে। টেস্টেও সুযোগ হয়নি। তাই মনে হয় না এশিয়া কাপের দলেও ও থাকবে বলে।’‌ 


এশিয়া কাপে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। আর বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
উদ্বোধনী ম্যাচে আফগানরা খেলবে হংকংয়ের বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম খেলা সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ভারত–পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। আর গ্রুপে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। দুই গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে। 


অন্যদিকে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওভাল টেস্ট। সিরিজের শেষ টেস্ট। ইংল্যান্ড আপাতত এগিয়ে ২–১ ব্যবধানে। সিরিজ ড্র রাখতে হলে ভারতকে জিততেই হবে। 
তবে বৃষ্টি কিন্তু সমস্যায় ফেলতে পারে দু’‌দলকেই। বিশেষ করে ভারত যেখানে সিরিজে পিছিয়ে, সেখানে কিন্তু বৃষ্টি বিপাকে ফেলতে পারে শুভমন গিলদের। কারণ আকুওয়েদারের রিপোর্ট বলছে, ওভাল টেস্টের পাঁচ দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার যেমন বিকেলের দিকে ভাল রকম বৃষ্টির আশঙ্কা রয়েছে ওভালে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কমলা সতর্কতা জারি করা হয়েছে। তৃতীয় ও পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম।
খেলার পাঁচ দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রথম দিন সকালে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর স্থানীয় সময় বিকেল তিনটে থেকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।