আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগেও ইস্টবেঙ্গলে শোনা গিয়েছিল তাঁর নাম।
লাল-হলুদ ছেড়ে চলে যাওয়া হামিদ আহদাদ ও হিরোশির ছেড়ে যাওয়া শূন্যস্থান ভরাট করার জন্য দিয়েগো মরিসিও ও জর্জ পেরেইরা দিয়াজের কথা ভাবনা চিন্তা করা হয়েছিল।
কিন্তু সূত্রের খবর দুই ফুটবলার নন,ইস্টবেঙ্গল অন্য এক স্ট্রাইকারের খোঁজে রয়েছে।
ব্রাজিলীয় দিয়েগো মরিসিওর নতুন ঠিকানা ইন্টার কাশী। ওড়িশা, মুম্বই সিটি-র হয়ে খেলা ব্রাজিলীয় স্ট্রাইকার যাচ্ছেন ইন্টার কাশীতে।
ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার কথা জানতে পেরে ইন্দোনেশিয়ার ক্লাব পারসেবায়া সুরাবায়াতে যোগ দিয়েছিলেন। সেই ক্লাব ছেড়েই তিনি আবার ভারতে ফিরছেন।
কিন্তু মরিসিওকে কেন নিল না ইস্টবেঙ্গল? জানা গিয়েছে, লাল-হলুদের স্ট্র্যাটেজির সঙ্গে মরিসিওর খেলার ধরন মেলে না। তাছাড়া মরিসিওর ওজন-ও না পসন্দ ইস্টবেঙ্গলের। সেই কারণেই ইস্টবেঙ্গলের নজরে অন্য কেউ। কিন্তু গোল করার জন্য কে আসেন সেটাই দেখার।
হামিদ আহদাদের পর ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে হিরোশি ইবোসুকিকে।
দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের জায়গায় নেওয়া হয়েছিল হিরোশিকে। রোগা, লম্বা, ছিপছিপে চেহারার জাপানি স্ট্রাইকারের ডার্বি দিয়ে কলকাতা ময়দানে অভিষেক হয়। শিল্ডের বড় ম্যাচে খেলেন। তাঁর দীর্ঘকায় চেহারা ভয় ধরায় বিপক্ষের ডিফেন্ডারদের। নেমেই গোল পেয়ে যাওয়ার মতো জায়গায় পৌঁছেও গিয়েছিলেন। তবে শেষপর্যন্ত ইস্টবেঙ্গল কর্তা থেকে সমর্থকদের আশা পূর্ণ করতে পারেননি। সম্পূর্ণ ফিট নয়। চোট রয়েছে জাপানির। তাছাড়াও ডিয়ামানটাকোসেরবিকল্প হয়ে উঠতে পারেননি। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। দেশের একনম্বর লিগ শুরু হওয়ার আগেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। তাঁর পরিবর্তে নতুন স্ট্রাইকারের খোঁজে কলকাতার প্রধান।
