আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে প্রচারের আলো শুষে নিয়েছিলেন তিনি।
সেই নবীন উল হক-কে নিয়ে বড় ধাক্কা খেল আফগানিস্তান। চোটের জন্য তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মেগা টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজেও খেলবেন না নবীন উল হক।
আফগান ক্রিকেট বোর্ড এখনও নবীনের পরিবর্তের নাম ঘোষণা করা হয়নি এখনও। যদিও রহস্য স্পিনার গজনফর, ব্যাটার ইজাজ আহমেদজাই ও সিমার জিয়া উর রহমান শরিফি রিজার্ভ দলে রয়েছেন। চলতি মাসের শেষের দিকে অস্ত্রোপচার হবে নবীন উল হকের।
নবীন উল হক শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। যদিও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি এবং মেজর লিগ ক্রিকেটে তিনি ছিলেন। কাঁধের চোটে তিনি খেলেননি এশিয়া কাপে।
নবীনকে না পাওয়ায় আফগানিস্তানের শক্তি হ্রাস পাচ্ছে। এ কথা বলাই বাহুল্য।
উপমহাদেশের উইকেটের সঙ্গে পরিচিত নবীন উল হক। আইপিএল খেলে ভারতের মাঠ, ভারতের পিচের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে। শ্রীলঙ্কার পিচেও আফগান পেসার সফল হতেন।
ডেথ ওভারে নবীন আফগানিস্তানের বড় সম্পদ। এদিকে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ছেড়ে জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিরে আসছেন অধিনায়ক রশিদ খান।
নবীনের পরিবর্তের নাম যে দ্রুতই ঘোষণা করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
