আজকাল ওয়েবডেস্ক:‌ এক ওভারে ১৮ বল। ১২টা ওয়াইড। 


প্রসঙ্গত, ইংল্যান্ডে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) প্রতিযোগিতা। সেখানেই অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচ দেখা গেল এই বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার বোলার জন হেস্টিংস এক ওভারে ১৮টা বল করলেন। পাকিস্তান ম্যাচটা সহজেই জিতে যাওয়ায় আরও বড় লজ্জায় পড়লেন তিনি।
লেস্টারে খেলা ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। জন হেস্টিংস যখন বল করতে আসেন তখন পাকিস্তান সাত ওভারে ৫৫ রান তুলে ফেলেছে। লক্ষ্য ছিল ৭৫। জন প্রথম পাঁচটা বলই ওয়াইড করেন। প্রতিটা বলই অফস্টাম্পের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়।


এর পর পাকিস্তানের শোয়েব মকসুদ একটা খুচরো রান নেন। পরের বলে শার্জিল খান চার মারেন। আবার একটা নো বল এবং ওয়াইড করেন জন। এ বার দুটে বলই ছিল লেগ স্টাম্পের বাইরে। লাইন নিয়ে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত রাউন্ড দ্য উইকেট বল করার সিদ্ধান্ত নেন জন। তাতেও লাভ হয়নি। পর পর তিনটে ওয়াইড বল করেন।


আবার উইকেটের অন্য পাশ থেকে বল করা শুরু করেন জন। তাতেও পর পর ওয়াইড করতে থাকেন। সব মিলিয়ে ১২টা ওয়াইড এবং একটা নো বল করেন তিনি। পাঁচটা বৈধ বল করেন। তাঁর ওভার সম্পূর্ণ হওয়ার আগেই জিতে যায় পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় জন হেস্টিংসের ওভারের ভিডিও ভাইরাল হয়েছে।
আগে ব্যাট করা অস্ট্রেলিয়াকে ৭৪ রানে অলআউট করে দেয় পাকিস্তান। সঈদ আজমল ১৬ রানে ৬ উইকেট নেন। এক সময় অস্ট্রেলিয়ার স্কোর ৪৯/২ থাকলেও ৮টা উইকেট ২৫ রানে হারায় তারা। পাকিস্তান জিতেছে ১০ উইকেটে।


এদিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডের পর পাঁচ ম্যাচের টি২০ সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডের তিনটে ম্যাচের পর টি২০–র পাঁচটা ম্যাচেও এসেছে জয়।


এটা ঘটনা, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই একটুর জন্য রক্ষা পেয়েছিল রোহিত শর্মার বিশ্বরেকর্ড। প্রায় দু’‌মাস পর মাঠে নেমেই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিকও তিনি। ডেভিডের ব্যাটে ভর করে ম্যাচ ও সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। 


মিরে ছিল সেই তিমিরেই রয়েছে। দেশের হয়ে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছেন তারকারা। একে একে অবসর নিয়ে ফেলছেন অনেকে। আন্দ্রে রাসেল, নিকোলাস পুরানের মতো ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছেন। একসময়ে শোনা গিয়েছিল, টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানরা ভাল খেলে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। 

আর শেষ ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানরা ১৭০ রান করে। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি তারা। ২ বল আগেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 

অজিরা ১৮ বল বাকি থাকতেই পৌঁছে যায় ৭ উইকেটে ১৭৩ রানে। পঞ্চম উইকেটে ৬৩ রানের পার্টনারশিপ  গড়েন মিচেল ওয়েন ও ক্যামেরন গ্রিন। ওয়েন ১৭ বলে ৩৭ রান করেন। অন্যদিকে গ্রিন ৩২ রান করেন ১৮ বলে।