আজকাল ওয়েবডেস্ক: বর্ষা মানেই সাপের উপদ্রব। শুধু পথেঘাটে নয়, ঘরের আনাচেকানাচেও লুকিয়ে থাকে সাপ। যা ঘিরে শোরগোল তো পড়েই। এমনকী ঘরে লুকিয়ে থাকা সাপ অনেকের প্রাণও কেড়েছে। অধিকাংশই সাপের এই ধরনের ঘটনা চাক্ষুষ করলে, আঁতকে ওঠেন। আতঙ্কে অনেকেরই বুক ধড়ফড় করে। কিন্তু এক বৃদ্ধা যা করলেন, তা দেখে নেটিজেনরা রীতিমতো ভিড়মি খেয়েছেন। 

জানা গেছে, বৃদ্ধার ঘরের বাইরেই একটি সাপ ঘাপটি মেরে লুকিয়েছিল। ঘরের কাজ করার সময় সেটি চোখে পড়ে ৭০ বছর বয়সি বৃদ্ধার। এরপরই পুরনো বুদ্ধি তাঁর মাথায় আসে। সাপটিকে আঘাত করার বদলে, উদ্ধার করতেই এগিয়ে যান তিনি। ঘরের কোণ থেকে খপ করে সাপটিকে ধরেই গলায় পেঁচিয়ে ফেলেন। যদিও সাপটি বিষধর নয় বলেই কেরামতি দেখাতে পারেন বৃদ্ধা। 

বৃদ্ধার কাণ্ড দেখে পরিবারের সদস্যদের চক্ষু চড়কগাছ। সঙ্গে সঙ্গে অনেকেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গেছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। মুলসি তালুকের আম্বোলি গ্রামের বাসিন্দা ৭০ বছরের শকুন্তলা সুতার। সম্প্রতি তিনি গলায় সাপ পেঁচিয়ে কেরামতি দেখান। যে মুহূর্তের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন: বালেশ্বরের সেই ফকির মোহন বিশ্ববিদ্যালয়, এবার ধর্ষণের চেষ্টা অধ্যাপকের স্ত্রীকে, গ্যাস সিলিন্ডার পরীক্ষার ছুতোয় ঢুকেছিল কোয়ার্টারে

জানা গেছে, ঘরের কাজ করার সময় বৃদ্ধার কানে ফোঁস ফোঁস শব্দ আসে‌।‌ শব্দটি শুনেই বৃদ্ধার সন্দেহ হয়, নির্ঘাত ঘরের কোথাও সাপ লুকিয়ে রয়েছে। খানিকক্ষণ খোঁজাখুঁজি করেই দেখতে পান, একটি দেওয়ালের পাশে সাপটি ঘাপটি মেরে রয়েছে। সাপের উপস্থিতি টের পেতেই পরিবারের বাকি সদস্যরা চেঁচামেচি শুরু করেন। কিন্তু বৃদ্ধা আতঙ্কে শিউরে ওঠেন। 

ধীরে সুস্থে সাপটির কাছে এগিয়ে যান। এরপর খপ করে সাপটিকে ধরে ফেলেন। দুই হাত ধরে সাপটি ধরেই গলায় পেঁচিয়ে ফেলেন। সাপটিকে শান্ত করার চেষ্টা করেন। ভিডিওটি সকলের উদ্দেশে বৃদ্ধাকে একটি বার্তা দিতেও শোনা গেছে। তাঁর বক্তব্য, সাপ দেখলেই ভয়ে, আতঙ্কে, অন্ধবিশ্বাসে কেউ আঘাত করবেন না। মেরে ফেলবেন না। বরং সাপকে কীভাবে জব্দ করতে হয়, তাই শিখে ফেলুন। 

?ref_src=twsrc%5Etfw">July 27, 2025

বৃদ্ধা বলেন, 'সাপ দেখলেই আতঙ্কে চেঁচামেচি করবেন না। প্যানিক করবেন না। সব ধরনের সাপ তো বিষধর হয় না। এই সাপটিও বিষধর নয়। মানুষের কোনও ক্ষতি করে না। এগুলো চাষের জন্য উপকারী। ভয়ে, অন্ধবিশ্বাসে অনেকেই সাপ দেখলে মেরে ফেলেন‌। যা উচিত নয়!' 

ভিডিওটি দেখার নেটিজেনরাও মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। একজন লিখেছেন, '৭০ বছর বয়সেও এত সাহস। আপনাকে বিশেষ পুরস্কার দেওয়া উচিত।' আরেকজন লিখেছেন, 'বন্যপ্রাণ সংরক্ষণের জন্য বৃদ্ধ বয়সেও আপনি এত সচেতন। সাধারণ মানুষের আপনাকে দেখে শেখা উচিত।' আবার একজন লিখেছেন, 'সাপটি বিষধর হলে, এত কেরামতি দেখাতে পারতেন কিনা সন্দেহ রয়েছে।' ইতিমধ্যেই ভিডিওটি কয়েক লক্ষ মানুষ দেখেছেন। সাহসী বৃদ্ধার কীর্তি যে অনেককেই অনুপ্রাণিত করেছে, তাও লিখেছেন নেটিজেনরা।