প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। গীতার জীবনে নানা ওঠা পড়া নিয়ে এগোচ্ছে গল্প। একের পর এক নতুন বিপদের মুখে পড়ছে নায়িকা। কিন্তু কোর্টে তার মুখ চলে আর কোর্টের বাইরে হাত! তাই সব ক্ষেত্রেই বিপদকে একেবারেই ভয় পায়না গীতা। এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় পছন্দ করেছেন দর্শক মহল। একের পর এক নতুন গল্প আর নতুন চরিত্রদের ভিড়ে জমে উঠেছে ধারাবাহিক। একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে। বারবার পরিবার আর কোর্টের মাঝে টানাপোড়েনে পড়ে গীতা। বিপদ যেন কিছুতেই তার পিছু ছাড়ে না।

কিছুদিন আগেই ধারাবাহিকের নতুন মোড়ে জানা গিয়েছিল যে, মা হতে চলেছে গীতা। দেখতে দেখতে সময় এগিয়েছে অনেকটা। এগিয়ে এসেছে গীতা-স্বস্তিকের সন্তানের জন্মের সময়। বাড়ির সবাই তাই গীতার সাধের আয়োজন করে। পাঁচরকম ভাজা, মাছ, মাংস, মিষ্টি, পায়েসে ভরে যায় গীতার পাত। সাধের আয়োজনে একটুও ত্রুটি রাখে না গীতার শ্বশুরবাড়ির সবাই। কিন্তু এত খুশির মাঝে এদিনও ঘটে ঘোর বিপদ।
সম্প্রতি প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গীতার সাধের অনুষ্ঠানে তখনও এসে পৌঁছায়নি স্বস্তিক। রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে আসছে সে। মনে রয়েছে উত্তেজনা। প্রথম সন্তান আসার আনন্দ তার চোখমুখে ফুটে উঠেছে। এর মাঝেই একদল গুন্ডা তার পথ আটকে দাঁড়ায়।
আরও পড়ুন: রিমঝিম ধারাতে কাছাকাছি আসবে তেজ-সুধা, ভুল বোঝাবুঝি মিটিয়ে এবার কি এক হবে দু'জনের পথ?
গাড়ি থেকে বেরিয়ে আসে স্বস্তিক। এরপর কথাকাটাকাটির কোনও বালাই নেই, মারপিটও হয় না। গুন্ডাদের দল থেকে একজন সোজা গুলি চালিয়ে দেয় স্বস্তিকদের দিকে। সেই গুলি এসে লাগে তার বুকে। মাটিতে লুটিয়ে পড়ে স্বস্তিকের নিথর দেহ। এর মধ্যেই গীতার মনের ভিতর অস্বস্তি শুরু হতে থাকে। কিছুতেই শান্তি পায় না যেন সে। এত আয়োজন, এত আনন্দের মাঝেও মন কেমন করে তার। বাড়ির সবার কাছে স্বস্তিকের খোঁজ করে সে। কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারে না। এদিকে মেহেক বলে, শুভ সময় থাকতে থাকতে সাধের খাবার গীতাকে খেয়ে নিতে। তার কথা অনুযায়ী ও বাড়ির সবার খুশির কথা ভেবেই খাবার মুখে তুলতে যায় সে।
এমন সময় খবর আসে, স্বস্তিকের বুকে গুলি লেগেছে। তাঁকে মৃত বলে ঘোষণা করেছে হাসপাতাল। তাই মর্গে দেহ শনাক্ত করতে গীতাকে এখনই যেতে হবে। আনন্দ, অনুষ্ঠানের মাঝে হঠাৎই এমন কথা শুনে আঁতকে ওঠে গীতা। বিশ্বাস করতে পারে না তার সঙ্গে এমনকিছু ঘটতে পারে বলে। বাড়িতেও থমথমে পরিস্থিতি তৈরি হয়। সত্যিই কি মারা যাবে স্বস্তিক? চিরদিনের মতো আলাদা হয়ে যাবে গীতা-স্বস্তিকের পথ? তবে কি সন্তানকে একাই বড় করবে গীতা? প্রোমো প্রকাশ্যে আসার পর এই প্রশ্ন এখন ঘুরছে অনুরাগীদের মনে। গল্পের নতুন মোড়ে ঠিক কী হয় এখন সেটাই দেখার। এই নতুন মোড় টিআরপি-তেও দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করছে দর্শক মহল।
