আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৩২ বছরেই অবসর নিয়ে ফেললেন বেদা কৃষ্ণমূর্তি। বিশ্বকাপের আর দু’মাসও বাকি নেই। তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বেদা কৃষ্ণমূর্তি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেদা লিখেছেন, ‘বড় স্বপ্ন নিয়ে ছোট শহরের মেয়ের বেড়ে ওঠা থেকে গর্বের সঙ্গে ভারতের জার্সি পরা। যে শিক্ষা ও মানুষজনকে পেয়েছি এবং যে সব স্মৃতি রয়েছে তার জন্য ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ। খেলা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে ক্রিকেট থেকে সরছি না। সব সময় ভারতের পাশে, দলের পাশে আছি।’
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির সঙ্গে আরও কিছু বার্তা দিয়েছেন বেদা। লিখেছেন, ‘ছোট গলি থেকে উঠে এসে কখনও ভাবতে পারিনি বড় স্টেডিয়ামে খেলব। ক্রিকেট শুধু একটা জীবন নয়, আরও অনেক কিছু দিয়েছে। আমাকে পরিচিতি দিয়েছে, লড়াই শিখিয়েছে।’ নিজের পরিবার, ভারতীয় বোর্ড, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা, সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন বেদা।
ভারতের হয়ে ২০১১ থেকে ২০২০ পর্যন্ত খেলেছেন বেদা। ৪৮টি এক দিনের ম্যাচ এবং ৭৬টি টি ২০ ম্যাচ খেলেছেন তিনি। এক দিনের ক্রিকেটে ৮২৯ রান এবং টি ২০ ক্রিকেটে ৮৭৫ রান করেছেন তিনি।
২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ বছরে অভিষেক হয় বেদার। প্রথম ম্যাচেই ৫১ রান করেন তিনি। ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৭০ রানে ভারত ফাইনালে ওঠে। ২০২০ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনাল ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধেই ম্যাঞ্চেস্টার টেস্টে নাকানিচোবানি খাচ্ছে ভারত। ইতিমধ্যেই প্রায় সাড়ে চারশো রান করে ফেলেছে ইংল্যান্ড। শতরান করেছেন জো রুট। মাত্র চার উইকেট পড়েছে ইংল্যান্ডের।
এটা ঘটনা বাজবলে দিশেহারা ভারত। জ্যাক ক্রলি ও বেন ডাকেট অল্পের জন্য শতরান পাননি দ্বিতীয় দিন। তবে তৃতীয় দিন শতরান করেন জো রুট। এখনও তিনি রয়েছেন উইকেটে।
এদিকে ঋষভের চোটে চিন্তায় ভারত। ম্যাঞ্চেস্টারে ভাঙা পাতা নিয়ে ব্যাট করলেও উইকেটকিপিং করতে পারবেন না। খেলতে পারবেন না শেষ টেস্টেও। এই অবস্থায় উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল।
আরও পড়ুন: বাবর, রিজওয়ানদের টি ২০ কেরিয়ার শেষ? কী বার্তা দিলেন পাক নির্বাচকরা জানুন ...
ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্থ। ভালই খেলছিলেন। ক্রিস ওকসের ডেলিভারিটা সুইপ করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু বলটি ফস্কান। বলটি গিয়ে হিট করে সোজা পন্থের বুটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। মাঠে চলে আসেন ফিজিও। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান।
অবশেষে স্ক্যান রিপোর্টে জানা যায়, পায়ের পাতা ভেঙেছে। চিকিৎসকরা ছয় সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তার পরেও পন্থ প্রথম ইনিংসে ব্যাট করেছেন। অর্ধশতরান করেছেন। তবে আশঙ্কাই সত্যি হয়। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। স্ক্যান রিপোর্টে জানা গেছে, পায়ের পাতা ভেঙেছে তাঁর। শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।
