আজকাল ওয়েবডেস্ক:‌ পাক ক্রিকেটে ডামাডোল অব্যাহত। ২০২৪ সালে টি ২০ বিশ্বকাপে চরম ব্যর্থতার পর পাকিস্তানের ছোট ফরম্যাটের দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এত দিন পর শাহিন আবার ডাক পেলেও ব্রাত্য থেকে গিয়েছেন বাবর ও রিজওয়ান। তার পরেই জল্পনা শুরু হয়েছে, পাকিস্তানের হয়ে টি ২০ কেরিয়ার কি শেষ হয়ে গেল দলের দুই সিনিয়র ক্রিকেটারের?


আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে টি ২০ ও তিনটে এক দিনের ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের টি ২০ দলে ফিরেছেন শাহিন। এক দিনের দলেও ফিরেছেন তিনি। পাশাপাশি আরও দুই পেসার হাসান আলি ও হ্যারিস রউফকেও দলে ফেরানো হয়েছে। তাঁরা কেউ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ছিলেন না। বাংলাদেশের কাছে হারের পর তিন পেসার আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সলমন মির্জাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে নেওয়া হয়নি।
২০২৪ সালে টি ২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর বাবর ও রিজওয়ানের সমালোচনা হয়েছিল। দীর্ঘ দিন খেলার পরেও দলকে জেতাতে না পারায় তাঁদের নিশানা করেন পাকিস্তানের সমর্থকরাই। দুই ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর। সেই কারণে দল থেকে বাদ পড়েন তাঁরা। তরুণ ক্রিকেটারদের নেওয়া শুরু করেন নির্বাচকরা। তার পর থেকে আর সুযোগ পাননি দুই ব্যাটার। ২০২৬ সালে আবার টি ২০ বিশ্বকাপ। তার আগে তাঁদের না নেওয়ায় মনে করা হচ্ছে যে, নির্বাচকেরা আর তাঁদের কথা ভাবছেন না। সেই কারণেই তাঁদের আন্তর্জাতিক টি ২০ কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 

আরও পড়ুন:‌ এই নতুন আইপিএল দলের কোচ হলেন অভিষেক নায়ার, ছাড়বেন কেকেআর?‌ 


তবে টি ২০ দলে সুযোগ না পেলেও এক দিনের দলে রয়েছেন বাবর ও রিজওয়ান। দলের অধিনায়ক রয়েছেন রিজওয়ানই। চলতি বছর তাঁর নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির নক আউটে উঠতে না পারলেও তাঁর উপর ভরসা রেখেছেন নির্বাচকরা।

এটা ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জঘন্য পারফরম্যান্স করেছিল পাকিস্তান। একটি ম্যাচও জিততে পারেনি। ঘরের মাঠে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। আর দুবাইয়ে হার ভারতের কাছে। কোনও ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নেয়। তার আগে ২০২৪ টি ২০ বিশ্বকাপেও একই হাল। বিদায় নিয়েছিল গ্রুপ পর্বে থেকেই। সেখানেও হারতে হয়েছিল ভারতের কাছে। আরও আগে ২০২৩ বিশ্বকাপেও একই পরিণতি। গ্রুপ পর্বেই বিদায়। হারতে হয়েছিল ভারতের কাছে। 


পাকিস্তানের টি ২০ দল:‌ সলমন আলি আঘা (অধিনায়ক), আব্রার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, শাহাবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের এক দিনের দল:‌ মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, আবদুল্লা শফিক, আব্রার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, মহম্মদ হ্যারিস, নাসিম শাহ, মহম্মদ নওয়াজ, সাইম আয়ুব, শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম।