আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট খেলে কোটি কোটি টাকা রোজগার করেছেন ধোনি, কোহলিরা। এখনও করে চলেছেন। ভারতে ক্রিকেটাররা রীতিমতো তারকার সম্মান পান। সঙ্গে প্রচুর টাকা। বিসিসিআই থেকে বা আইপিএলের দলগুলো থেকে খেলার জন্য তো টাকা পানই। তার সঙ্গে আছে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ। তার পরিমাণ কত? শচীন তেণ্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলিদের আয় কত? সেটাই ফাঁস করে দিলেন রবি শাস্ত্রী।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন ও অ্যালিস্টার কুকের সঙ্গে আলোচনা চলার সময় শাস্ত্রী বলেন, ‘ওরা প্রচুর টাকা আয় করে। বিজ্ঞাপনের থেকে প্রচুর টাকা আয় করে। আমার মতে, সেটা সর্বোচ্চ হতে পারে ১০০ কোটি টাকা। ওই ১০ মিলিয়ন পাউন্ডের মতো, তোমরা হিসেবে করে নাও। ধোনি, বিরাট বা শচীন ওদের সেরা সময়ে ১৫ থেকে ২০টা বিজ্ঞাপন করত। সারাদিন বিজ্ঞাপন করলে আর সময় পাওয়া যায় না। ফলে ওরা এর থেকেও বেশি আয় করতে পারে। প্রচুর ক্রিকেটও খেলেছে। তাই যদি তার ফাঁকে বিজ্ঞাপনের শুটিং করা যায়, তাহলেও ক্রিকেট খেলার প্রচুর সময় থাকে।’
এর পাশাপাশি নিজের পছন্দের সেরা পাঁচ ক্রিকেটারও বেছে নিয়েছেন রবি শাস্ত্রী। তাঁর কাছে সেরা পাঁচ ক্রিকেটার হলেন, ‘নিশ্চিতভাবেই গাভাসকর। কপিল, শচীন, বিরাটরাও থাকবে। আমি ওই যুগের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটারদের বেছে নিতে চাই। বিষাণ সিং বেদিও থাকতে পারেন। কিন্তু ধোনিকে এগিয়ে রাখব। বুমরাহ এখনও তরুণ, ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি। আমি তাদের কথাই বলছি, যাদের ক্রিকেট কেরিয়ার শেষ বা প্রায় শেষ। সেই হিসেবে আমার পছন্দ সাতের দশকের সুনীল, আটের দশকের কপিল, নয়ের দশকের শচীন, তারপর ধোনি ও বিরাট।’
আরও পড়ুন: উয়াড়িকে পাঁচ গোলের মালা, কলকাতা লিগে স্বপ্নের দৌড় অব্যাহত ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের
প্রসঙ্গত, এখন চলছে ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ। ধারাভাষ্যের জন্য শাস্ত্রী সেখানেই রয়েছেন। বুধবার থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। এই টেস্ট জিতলেই সিরিজ জিতে নেবে ইংল্যান্ড। আর ভারতকে জিততেই হবে সিরিজে সমতা ফেরাতে হলে।
এই পরিস্থিতিতে ভারতীয় দলের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে চোট আঘাত। নেই নীতিশ রেড্ডি এবং অর্শদীপ সিং। ভারতীয় অলরাউন্ডার সিরিজের বাকি দুই টেস্টেই নেই। তবে এখনও তাঁর পরিবর্তের নাম ঘোষণা করেননি বোর্ড। অর্শদীপের জায়গায় অংশুল কম্বোজকে নেওয়া হয়। সিরিজে টিকে থাকতে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে। আকাশ দীপের ফিটনেস নিয়েও সংশয় ছিল। কিন্তু তাঁকে রেখেই চতুর্থ টেস্টের দল ঘোষণা করা হয়। নেওয়া হয়েছে অংশুল কম্বোজকেও।
অন্যদিকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচের মধ্যে তিনটে ম্যাচ খেলবেন জসপ্রীত বুমরা। ইতিমধ্যেই প্রথম এবং তৃতীয় ম্যাচ খেলে ফেলেছেন। সেই দুটো টেস্টেই হেরেছে ভারত। তিন ম্যাচের পর ১–২ এ পিছিয়ে টিম ইন্ডিয়া। ম্যাঞ্চেস্টারে হারলেই সিরিজ খোয়াবে শুভমন গিলরা। এমন পরিস্থিতিতে সবাইকে আশ্বস্ত করলেন সিরাজ। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই নিয়ে কোনও মন্তব্য করেনি। তারই মধ্যে বুমরার সতীর্থ জানিয়ে দিলেন, চতুর্থ টেস্টে খেলবেন তারকা পেসার। সিরাজ বলেন, ‘আমি যতদূর জানি, বুম খেলবে। আকাশ দীপের কুঁচকিতে চোট আছে। তবে ও বল করেছে। ফিজিওরা তাঁকে পরখ করবে। কম্বিনেশন বদলাচ্ছে। তবে আমাদের সঠিক জায়গায় বল রাখতে হবে। আমাদের একটাই সোজাসাপটা প্ল্যান, ভাল জায়গায় বল রাখা।’
