আজকাল ওয়েবডেস্ক: ঘরে চার সন্তান, স্বামী। ভরা সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন গৃহবধূ। তাও আবার দু'বার। শেষবার পালিয়ে গিয়ে প্রেমিককেই বিয়ে করলেন তিনি। স্ত্রীর কেচ্ছা ঘিরে ছিঃ ছিক্কার গ্রামবাসীদের। কিন্তু মুখে কুলুপ এঁটে আছেন স্বামী। কারণ? প্রাণনাশের আশঙ্কায় স্ত্রীর সমস্ত কেচ্ছাই সহ্য করে নিলেন তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায়। পুলিশ জানিয়েছে, সিদ্ধার্থনগর জেলার ভবানীগঞ্জ এলাকার ঘটনা এটি। দিন কয়েক আগে এক তরুণের সঙ্গে পালিয়ে গেছেন ৪০ বছর বয়সি এক গৃহবধূ। তাঁর বিবাহ বিচ্ছেদ হয়নি। দম্পতির চার সন্তান রয়েছে। তরুণ গৃহবধূর থেকে ১৬ বছরের ছোট। তাঁর সঙ্গে এর আগেও একবার পালিয়ে গিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন:  ননদ-বৌদির চুলোচুলি, অশান্তিতে ঝালাপালা হয়ে সকলের খাবারে বিষ মেশাল বধূ, পরিণতি যা হল

জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়ে ২৪ বছরের তরুণের সঙ্গে আলাপ হয়েছিল জানকী দেবীর। তারপর থেকেই দু'জনের গল্প, আড্ডা শুরু হয়। বন্ধুত্বের সম্পর্ক কিছুদিনের মধ্যেই প্রেমের দিকে গড়ায়। গত চার বছর ধরে তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। 

এদিকে ২৮ বছর ধরে স্বামীর সঙ্গে সংসার করেন জানকী দেবী। তাঁর চারজন সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ১৮। সবচেয়ে ছোট সন্তানের বয়স আট। বিবাহ বিচ্ছেদ না করেই, স্বামীকে জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান গৃহবধূ। লুকিয়ে লুকিয়ে আইনি বিয়েও সেরে ফেলেন। 
বিয়ের পর জানকী জানিয়েছেন, 'আমি আমার প্রথম স্বামীর সঙ্গে আর থাকতে চাই না। এখন যাঁর সঙ্গে বিয়ে হয়েছে, তাঁর সঙ্গেই সুখে আছি আমি। তাঁর সঙ্গেই বাকি জীবন কাটাতে চাই। ও যা পারে, স্বামী তা পারে না' 

জানকীর স্বামী রামচরণ প্রজাপতি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন মুম্বইয়ে কর্মরত ছিলেন তিনি। স্ত্রী যে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত, তা গ্রামবাসীদের থেকে শুনেছিলেন তিনি। স্ত্রীর কেচ্ছা শুনেই গ্রামে ছুটে আসেন তিনি। স্বামী গ্রামে ফেরার পথেই প্রেমের সম্পর্কে বাধা সৃষ্টি হয়। স্বামীর কারণে প্রেমিকের সঙ্গে রোজ দেখা করতে পারতেন না জানকী। এমনকী কথা বলাতেও সমস্যা তৈরি হয়। যা ঘিরে জানকী ও রামচরণের দাম্পত্য কলহ চরমে পৌঁছয়। 

জানা গেছে, একবছর আগে প্রেমিকের সঙ্গে প্রথমবার পালিয়ে গিয়েছিলেন জানকী। কিন্তু কয়েক মাস পরেই তিনি ফিরে এসেছিলেন। সেবার বাড়ি ফিরে রামচরণের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। এও জানিয়েছিলেন, এই ভুল তিনি আর করবেন না। এবারেও সেই কাণ্ড তিনি ঘটালেন। তবে এবার আর শুধু পালিয়ে যাননি। পালিয়ে গিয়ে আইনি বিয়েও সেরেছেন। 

জানা গেছে, এরপরই থানায় গিয়ে জানকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রামচরণ। থানায় পৌঁছে জানকী জানান, তিনি তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে চান। দীর্ঘ আলোচনা, বিতর্কের পর স্থির হয়, চার সন্তানের দেখভাল করবেন রামচরণ। অন্যদিকে রামচরণ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে আগেই বাধা দিতে পারতেন। কিন্তু কোনও বাধা দেননি। এমনকী বিয়ের ঘটনাটি জানার পারেও অশান্তি করেননি। তাঁর আশঙ্কা ছিল, বিষয়টি নিয়ে ঝামেলা করলে, স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে তাঁকে খুন করতে পারেন। নতুবা খাবারে বিষ মিশিয়ে মেরেও ফেলতে পারেন। প্রাণের ভয়ে তিনি আর প্রতিবাদ করেননি।