আজকাল ওয়েবডেস্ক: নিউটাউন এলাকায় ফের খুনের ঘটনা। জানা গিয়েছে, নিউটাউন এলাকার সাহা মার্কেটের এক গেস্ট হাউসে খুন হয়েছেন এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন নিউটাউন ও ইকোপার্ক থানার পুলিশ এবং সঙ্গে রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এদিন ১০০ ডায়াল করে পুলিশের কাছে খবর যায়, নিউটাউন সাহা মার্কেট এলাকায় একটি গেস্ট হাউসে স্বামীর বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে তড়িঘড়ি ইকোপার্ক থানা ও নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়।
জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী এলাকাছাড়া হওয়ার আগেই তার মোবাইল নম্বর ট্র্যাক করে তাঁকে নিউটাউন এলাকা থেকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে পরকীয়া সন্দেহে তাঁর স্ত্রীর সঙ্গে ওই গেস্ট হাউসে ঝামেলা হয়েছিল। বচসা থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে এরপরেই সে শ্বাসরোধ করে খুন করে তার স্ত্রীকে। জানা গিয়েছে, রবিরার এই গেস্ট হাউসে এসে উঠেছিল ওই দম্পতি। তাদের ইচ্ছা ছিল ইকোপার্কে ঘুরতে যাওয়ার। নিউটাউন থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে। উল্লেখ্য, কিছুদিন আগে খাস কলকাতায় নিউটাউন থানায় ডিউটিরত এক মহিলা সাব ইন্সপেক্টরের উপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছিল নিউটাউন থানার পুলিশ।
জানা যায়, সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে আসার সময় মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। বলাকা আবাসনের কাছে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে গাড়িসহ থানায় নিয়ে আসে। এরপর থানায় দায়িত্বপ্রাপ্ত মহিলা সাব-ইন্সপেক্টর তাঁদের নাম জিজ্ঞাস করলে, অভিযুক্তরা তাঁর গায়ে হাত তোলে পাশাপাশি মহিলা পুলিশের পোশাক ধরেও টানাটানি করে বলে অভিযোগ উঠেছিল। এরপরই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বেপরোয়া গাড়ির গতি থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এমনকি প্রাণহানির আশঙ্কাও তৈরি হত। সেই জায়গা থেকে যুবকদের আটক করতেই পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের গাড়িটিকেও আটক করে পুলিশ।
