আজকাল ওয়েবডেস্ক: বন্দি থাকা দুই ইজরায়েলি মহিলাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। কাতার ও মিশরের মধ্যস্থতায় এই দুই বন্দিকে মুক্তি দেওয়া হয়। আবু ওয়াবদার বক্তব্য, বন্দি দুই মহিলাদের শুক্রবারই মুক্তি দেওয়া হত। কিন্তু ইজরায়েল তাঁদের নিতে অস্বীকার করায় মুক্তির দিন পিছিয়ে যায়। মুক্তি পাওয়া দুই মহিলার নাম নুরিত কুপার এবং ইয়োশেভেদ লিফশিৎজ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাহায্যে মিশর এবং গাজার মধ্যে রাফাহ ক্রসিং পেরিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁদের নিয়ে যাওয়া হয় মিশরে।