টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


চর্চায় মুমতাজের পারিশ্রমিক 


এক সময়ের 'গ্ল্যামার কুইন' মুমতাজ আজও তাঁর ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পারিশ্রমিক এবং বলিউড কেরিয়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের চর্চায় এসেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি সাফ জানিয়েছেন, বিনোদন দুনিয়ায় তাঁর নীতি খুব স্পষ্ট— 'পয়সা ফেকো, তামাশা দেখো।' অর্থাৎ 'পয়সা দিলেই তামাশা দেখতে পাবে।' কয়েক বছর আগে রিয়্যালিটি শো 'ইন্ডিয়ান আইডল'-এ ধর্মেন্দ্রর সঙ্গে অতিথি হিসেবে দেখা গিয়েছিল মুমতাজকে। অনেকে ভেবেছিলেন পুরনো বন্ধুত্বের খাতিরেই হয়তো তিনি সেখানে এসেছেন। কিন্তু সত্যটা ফাঁস করলেন অভিনেত্রী নিজেই। মুমতাজ জানান, ওই একটি এপিসোডে উপস্থিত থাকার জন্য তিনি প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। তাঁর কথায়, "আমি বিনা পয়সায় কোথাও যাই না। সাজগোজ, মেকআপ আর যাতায়াতের একটা খরচ আছে। যদি চ্যানেল আয় করতে পারে, তবে আমি কেন প্রাপ্য টাকা নেব না?"


ওটিটিতে কার্তিক-অনন্যা


কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডের অন-স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে অনুরাগী মহলে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে ‘পতি পত্নি অউর ওহ’-এর সাফল্যের পর এই জুটিকে আবার পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় আসতে চলেছে তাঁদের নতুন রোমান্টিক কমেডি ছবি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। তবে শুধু সিনেমা হল নয়, মুক্তির আগেই ছবিটির ওটিটি রিলিজ নিয়ে বড় তথ্য সামনে এল। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু যারা ঘরে বসে সিনেমাটি উপভোগ করতে চান, তাঁদের জন্য সুখবর হল— অ্যামাজন প্রাইম ভিডিও-তে ছবির স্ট্রিমিং স্বত্ব কেনা হয়েছে। জানা যাচ্ছে, সিনেমা হলে মুক্তির ঠিক ৬ সপ্তাহ পর ওটিটি প্ল্যাটফর্মে আসবে এই ছবি। ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি থেকে দর্শকরা অ্যামাজন প্রাইমে ছবিটি দেখতে পারবেন।


কেমন আছেন নোরা?


শনিবার রাতে মুম্বইয়ের রাজপথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। জানা গিয়েছে, সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়ার পথে এক মত্ত গাড়ি চালক নোরার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় অভিনেত্রী মাথায় চোট পেয়েছেন বলে খবর। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার মিউজিক কনসার্টে পারফর্ম করার কথা ছিল নোরার। সেই উদ্দেশ্যেই তিনি যাচ্ছিলেন। মাঝপথে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা দিলে বিপত্তি ঘটে। দুর্ঘটনার পরপরই নোরার টিম তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, ধাক্কার প্রভাবে নোরার মাথায় হালকা চোট লেগেছে। যদিও পেশাদারিত্বের খাতিরে ওই অনুষ্ঠানে যোগদান করেন নোরা। এরপর নিজের শারীরিক অবস্থার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। নোরা বলেন, "এখন ভাল আছি এবং বেঁচে আছি এটাই বড় কথা। তবে মাথায় চোট লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ফোলাভাব ও ব্যথা রয়েছে। এই ঘটনাটি আমাকে মানসিকভাবে বেশ নাড়িয়ে দিয়েছে।"