জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের গোচর সব ১২টি রাশির উপরই প্রভাব ফেলে। একইভাবে ২০২৬ সালের জানুয়ারি মাসে মঙ্গল সূর্যের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। সাহস, যুদ্ধ, বীরত্ব ও ভূমির কারক গ্রহ মঙ্গল ১১ জানুয়ারি রবিবার রাত ৯টা ১৮ মিনিটে সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়ে প্রবেশ করবে।

 

 

৩ রাশির জাতকদের মিলবে বহু লাভ

 

গ্রহরাজ সূর্যের নক্ষত্রে সেনাপতি মঙ্গলের এই নক্ষত্র গোচর ৩ রাশির জাতকদের জন্য নানাভাবে লাভজনক প্রমাণিত হবে। এই গোচরের প্রভাবে তাদের জীবনের বহু সমস্যার অবসান ঘটতে পারে। জেনে নেওয়া যাক, কোন ৩ রাশি এই সময় বিশেষ সৌভাগ্য লাভ করবে।

 

 

মেষ রাশি

 

মেষ রাশির জাতকদের জন্য মঙ্গলের সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়ে প্রবেশ সুখের নতুন পথ খুলে দিতে পারে। ভূমি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে অথবা নতুন কোনও স্থাবর সম্পত্তি কেনার যোগ রয়েছে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য আগের তুলনায় ভাল থাকবে। দাম্পত্য জীবন আনন্দময় হবে। মানসিক ও শারীরিক কষ্ট দূর হতে পারে।

 

 

বৃষ রাশি

 

মঙ্গলের সূর্যের নক্ষত্রে প্রবেশ বৃষ রাশির জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হবে। সাহস ও আত্মবিশ্বাস বাড়বে, যার ফলে জীবনের নানা সমস্যার মোকাবিলা করতে পারবেন। আয়ের বৃদ্ধি হতে পারে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবেন। পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও সচেতন থাকবেন।

 

 

বৃশ্চিক রাশি

 

বৃশ্চিক রাশির জাতকদের জন্য অধিপতি গ্রহ মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ হতে পারে। জীবনে সুখ বৃদ্ধি পাবে এবং কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছনোর সুযোগ আসবে। মনে সন্তুষ্টি থাকবে এবং আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। ব্যবসায় বড় কোনও চুক্তি হাতে আসতে পারে। অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনাও রয়েছে।

 

সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়ে মঙ্গলের প্রবেশ এক শক্তিশালী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা শক্তি, আত্মবিশ্বাস ও অগ্রগতির পথ খুলে দিতে পারে। এই গোচরের প্রভাবে জীবনে নতুন গতি আসবে, বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হবে এবং দীর্ঘদিনের অস্থিরতা অনেকটাই প্রশমিত হতে পারে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখলে এই শুভ প্রভাবকে বাস্তব সাফল্যে রূপ দেওয়া সম্ভব হবে।