আজকাল ওয়েবডেস্ক: রাজারহাটে ৭ একর এলাকা জুড়ে বিশালাকার আবাসন তৈরি করছে রাজ্য সরকার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন নিউটাউনে নিজন্ন-সুজন্ন আবাসন প্রকল্পের। এদিন প্রকল্পের উদ্বোধন করতে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী জানান, ‘৫টা বড় প্রকল্পের উদ্বোধন করলাম’। পাশাপাশি, প্রত্যেক প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তারও একটা হিসাব দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনে সাত একর জমিতে বিশালাকার আবাসন তৈরি করা হচ্ছে। নবান্নের সঙ্গে মিলিয়ে নাম দেওয়া হচ্ছে নিজন্ন। তিনি বলেন, ‘ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য ১৫ তলা আবাসন তৈরি হয়েছে। ১২১০টি ফ্ল্যাট আছে। অনেক মানুষকে মাথা গোঁজার ঠাঁই দেওয়া যাবে। নবান্নের সঙ্গে মিলিয়ে তাঁর নাম দিয়েছি নিজন্ন। এলআইজি ক্যাটগরির জন্য ১৬ তলা আবাসন থাকছে। তার নাম রেখেছি সুজন্ন। এখানে ৭২০টা ফ্ল্যাট রয়েছে’।

তিনি জানান, নিজন্ন ও সুজন্ন তৈরিতে বিনামূল্যে ৭ একর জমিতে রাজ্যের ব্যয় ২৯০ কোটি টাকা। তবে বাজারদরের তুলনায় ফ্ল্যাট মিলবে অনেক সস্তায়। মূলত নিম্ন আয়ের মানুষের জন্যই এই প্রকল্প। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা চাই প্রতিটি মানুষের মাথার ওপর ছাদ থাকুক’। তিনি জানান, লটারির মাধ্যমে বিক্রি হবে ফ্ল্যাট যাতে সম্পূর্ণ স্বচ্ছতা থাকে। এখানেই শেষ নয়, রাজারহাটে তৈরি হচ্ছে বহুতল পার্কিং লট সুসম্পন্ন। এখানে এক সঙ্গে দেড় হাজারেরও বেশি গাড়ি পার্কিং করা যাবে। শিশুদের জন্য লেক সমেত বিনোদন পার্ক ‘তরন্ন’ তৈরি করছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, ৫টি বড় প্রকল্প মিলিয়ে রাজ্যের মোট খরচ হয়েছে ৪৫৫ কোটি ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন: যাত্রীচাপ কমাতে বিরাট সিদ্ধান্ত, শিয়ালদহের এই শাখাগুলিতে এবার চলবে অতিরিক্ত লোকাল ট্রেন

উল্লেখ্য, দেশজুড়ে বাঙালিদের হয়রানির প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়ে বুধবার পথে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে ছিলেন অভিষেকও। মিছিল শেষ ডেরিনা ক্রসিংয়ে বক্তব্য রাখেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। বক্তব্য জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন বিঁধলেন কেন্দ্র সরকারকে। তেমনই মনে করালেন, দেশ জুড়ে অকারণ বাঙালিদের উপর এই অত্যাচার মেনে নেবেন না তিনি। বক্তব্যে এদিন মমতা সাফ জানান, কোন পন্থায়, কীভাবে বাংলাকে হেনস্থা করার পরিকল্পনা করছে গেরুয়া শিবির। এর আগেও তৃণমূল বারবার বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছে কেন্দ্রের বিরুদ্ধে।

এদিন মমতা বলেন, ভারত সরকার যে নোটিফিকেশন জারি করেছে, তাকে চ্যালেঞ্জ করবেন তিনি। সুর চড়িয়ে দলনেত্রী বলেন, ‘বাঙালিদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললেই জেলে ভরবে। কোন অধিকারে? বাংলা কি ভারতের অংশ নয়? বহু রাজ্য রয়েছে, তাঁরা নিজেদের রাজ্যের ভাষাতেই কথা বলেন। এর অর্থ এই নয় যে, আপনারা অত্যাচার করবেন’। কেন্দ্রের পাশাপাশি এদিন স্থানীয় নেতাদের নাম না করে  বিঁধেন মমতা। বলেন, বড় নেতাদের থেকে বেশি ছোট নেতারা। ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য, উপরের নেতাদের সন্তুষ্ট করতে যা ইচ্ছে বলে যাচ্ছে। অন্যদিকে নিশানা করেন বামেদেরও। মমতার নিশানায় সিপিএম। বলেন, ‘শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে। এখন রাম-বাম জোট বেঁধেছে। অত্যাচার করে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে কেশপুরে হত্যা করবে আবার, গড়বেতায় হত্যা করবে, ছোট আঙ্গাড়িয়ায় হত্যা করবে, কৃষকদের উপর গুলি চালাবে’।