আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপে খেলতে দেখা যাবে মেসিকে? এই প্রশ্ন উঠেছে। তবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো আশাবাদী যে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে দেখা যাবে মেসিকে। প্রসঙ্গত, আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে।
 
 অনেকেই ভেবেছিলেন কাতার বিশ্বকাপ জেতার পর মেসি হয়ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। কিন্তু তা হয়নি। মেসি দেশের জার্সিতে খেলে চলেছেন। আবার ক্লাব ফুটবলেও নিয়মিত গোল করছেন তিনি। আর তা দেখেই ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনাল্ডো মনে করছেন, ২০২৬ বিশ্বকাপেও খেলতে দেখা যাবে মেসিকে।
 
 গত বছরই কোপা আমেরিকা জিতেছেন মেসি। অর্থাৎ দেশের হয়ে খেলার খিদে এখনও রয়েছে তাঁর। আর তা দেখেই রোনাল্ডো বলেছেন, ‘আমরা যারা মেসির খেলা দেখতে ভালবাসি তাদের কাছে ওকে বিশ্বকাপে দেখা দারুণ ব্যাপার হবে। মেসিকে দারুণ ছন্দে দেখাচ্ছে। আশা করি বিশ্বকাপেও ভাল ফর্মে খেলতে নামবে।’ 
 
 সম্প্রতি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচটি ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। ক্লাব বিশ্বকাপেও ভাল ছন্দে ছিলেন। তা দেখেই রোনাল্ডো মুগ্ধ। বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে ওর মধ্যে এখনও সেই ব্যাপারটা রয়েছে। যত বারই বল ধরে, কিছু না কিছু উত্তেজক মুহূর্ত দেখা যায়। ম্যাচটা ভাল বুঝতে পারে। কী ভাবে খেলতে হবে সেটাও দলকে বলে দেয়। এই জন্যই মেসি অন্যদের থেকে আলাদা।’
আরও পড়ুন: ২০৩১ অবধি চুক্তি, বার্সেলোনায় এবার কিংবদন্তি মারাদোনা, মেসির জার্সি পরবেন ইয়ামাল...
 
 তবে মেসি এর আগে একাধিকবার বলেছেন, ২০২২–এর ফাইনালই বিশ্বকাপে তাঁর খেলা শেষ ম্যাচ। তবে এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচেও খেলছেন। তা দেখেই সমর্থকরা আশাবাদী ধারণা, মেসিকে ঠিকই আমেরিকায় বিশ্বকাপ খেলতে দেখা যাবে। রোনাল্ডোও এমনই মনে করছেন। 
এদিকে, বার্সেলোনায় মেসির ১০ নম্বর জার্সি এবার পরতে দেখা যাবে লামিনে ইয়ামালকে। শুধু মেসি নন বার্সেলোনায় খেলার সময় মারাদোনা, রোনাল্ডিনহোরাও পরেছিলেন ১০ নম্বর জার্সি। এবার সেই জার্সিই পড়তে দেখা যাবে তরুণ ইয়ামালকে।
বুধবারই বার্সেলোনার সঙ্গে ইয়ামালের নতুন চুক্তি হয়েছে। এক অনুষ্ঠানে ১০ নম্বর জার্সি তাঁর হাতে তুলে দিয়েছেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা। তবে ১০ নম্বর জার্সি পরলেও মেসির পথ অনুসরণ করতে চান না ইয়ামাল। তিনি চান নিজের মতো খেলতে।
প্রসঙ্গত, ঐতিহ্যশালী লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা লামিনে ইয়ামাল ইতিমধ্যেই দেশ এবং ক্লাবের হয়ে নজর কেড়েছেন। বার্সেলোনাও তাঁকে আগামী দিনের তারকা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। ১৫ বছর বয়সে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে ভাল খেলছেন তিনি। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ ইতিমধ্যেই জিতেছেন ইয়ামাল।
বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন সদ্য ১৮–য় পরা ইয়ামাল। বছরে প্রায় ৪০০ কোটি টাকা করে পাবেন তিনি। ফলে বার্সেলোনার সবচেয়ে দামী ফুটবলারও হবেন। টপকে যাবেন রবার্ট লেয়নডস্কিকে। ইয়ামালের ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ৯৯৭২ কোটি টাকা।
