আজকাল ওয়েবডেস্ক: বার্সেলোনায় মেসির ১০ নম্বর জার্সি এবার পরতে দেখা যাবে লামিনে ইয়ামালকে। শুধু মেসি নন বার্সেলোনায় খেলার সময় মারাদোনা, রোনাল্ডিনহোরাও পরেছিলেন ১০ নম্বর জার্সি। এবার সেই জার্সিই পড়তে দেখা যাবে তরুণ ইয়ামালকে।
বুধবারই বার্সেলোনার সঙ্গে ইয়ামালের নতুন চুক্তি হয়েছে। এক অনুষ্ঠানে ১০ নম্বর জার্সি তাঁর হাতে তুলে দিয়েছেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা। তবে ১০ নম্বর জার্সি পরলেও মেসির পথ অনুসরণ করতে চান না ইয়ামাল। তিনি চান নিজের মতো খেলতে।
প্রসঙ্গত, ঐতিহ্যশালী লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা লামিনে ইয়ামাল ইতিমধ্যেই দেশ এবং ক্লাবের হয়ে নজর কেড়েছেন। বার্সেলোনাও তাঁকে আগামী দিনের তারকা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। ১৫ বছর বয়সে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে ভাল খেলছেন তিনি। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ ইতিমধ্যেই জিতেছেন ইয়ামাল।
আরও পড়ুন: চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনার দায় আরসিবির উপরেই ফেলল কর্নাটক সরকার, চাপ বাড়ল বিরাটেরও...
বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পেয়ে ইয়ামাল আপ্লুত। বলেছেন, ‘মেসি ১০ নম্বর জার্সিতে নিজের মতো পথ তৈরি করেছিল। আমি নিজের মতো রাস্তা তৈরি করব। ওঁরা তিন জন (মেসি, রোনাল্ডিনহো, মারাদোনা) ক্লাবের কিংবদন্তি। প্রত্যেকে ওঁদের মতো খেলার স্বপ্ন দেখে। আমি ওঁদের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বার্সেলোনার হয়ে অভিষেকের ফলে স্বপ্ন পূরণ হয়েছে। এ বার ১০ নম্বর জার্সিও পেলাম। যারাই এই ক্লাবে খেলে তাঁরাই এই স্বপ্ন দেখে। আমি গর্বিত। ভীষণ আনন্দিত।’
বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন সদ্য ১৮–য় পরা ইয়ামাল। বছরে প্রায় ৪০০ কোটি টাকা করে পাবেন তিনি। ফলে বার্সেলোনার সবচেয়ে দামী ফুটবলারও হবেন। টপকে যাবেন রবার্ট লেয়নডস্কিকে। ইয়ামালের ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ৯৯৭২ কোটি টাকা। অর্থাৎ কোনও ক্লাব চুক্তি ভাঙিয়ে ইয়ামালকে কিনতে চাইলে তাদের এই টাকা বার্সেলোনাকে দিতে হবে।
এদিকে, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করলেও আইনি সমস্যায় মধ্যে পরতে পারেন ইয়ামাল। প্রসঙ্গত, স্পেনের ইবিজায় ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন স্পেনের বিস্ময় প্রতিভা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর বার্সেলোনার সতীর্থ আলেজান্দ্রো বালদে ও গাভি। আর সেই পার্টি নিয়ে মহা সমস্যায় পড়ে গিয়েছেন ইয়ামাল। এমনকী তাঁর বিরুদ্ধ্বে আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হচ্ছে।
এই পার্টি নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ জলঘোলা হয়েছে। কারণ পার্টির পরদিনই বার্সেলোনায় মেডিক্যাল ছিল ইয়ামালদের। সেখানে তিন ফুটবলার সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই প্রশ্ন ছিল। এবার নয়া বিতর্কে জড়ালেন ইয়ামাল। জানা যাচ্ছে, জন্মদিনের পার্টিতে বিনোদনের জন্য কয়েকজন বামনকে ভাড়া করেছিলেন ইয়ামাল। যাদের উদ্দেশ্য ছিল অতিথিদের মজা দেওয়া।
আর এই ঘটনাতেই চটেছে স্পেনের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের বক্তব্য, যারা শারীরিকভাবে ভিন্ন গড়নের, সেই বামনদের ‘ভাঁড়’ হিসেবে উপস্থাপন করা একেবারেই গ্রহণযোগ্য নয়। একুশ শতকে দাঁড়িয়ে যে বামনদের এভাবে ব্যক্তিগত পার্টিতে বিনোদন দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা মানতেই পারছে না সংগঠনগুলি। বিশেষ করে সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া ও জনপ্রিয় মুখ ইয়ামালের এই আচরণ আরও সমস্যা তৈরি করেছে। এই নিয়ে আইনি পথে যাওয়ার হুমকিও দিচ্ছে সংগঠনগুলি।
