Kartik Purnima 2025 three Zodiac Signs get money good luck due to several yog on dev diwali
কার্তিক পূর্ণিমায় বিরল কাকতালীয় ঘটনা! একাধিক দুর্লভ রাজযোগে খুলবে পোড়া কপাল, টাকার বন্যায় ভাসবে এই ৩ রাশি
নিজস্ব সংবাদদাতা
৫ নভেম্বর ২০২৫ ০৯ : ৪৪
শেয়ার করুন
1
8
হিন্দু ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির নিজস্ব তাৎপর্য থাকলেও কয়েকটি পূর্ণিমার রয়েছে বিশেষত্ব। যেমন কার্তিক পূর্ণিমা। চলতি বছরে আজ ৫ নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমা পড়ছে। কথিত রয়েছে, এই পূর্ণিমার দিনে চাঁদ তার সমস্ত মহিমায় পূর্ণ থাকে। সেই কারণে এই দিনে লক্ষ্মী-নারায়ণের পুজো করার প্রথা রয়েছে।
2
8
ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কার্তিক পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫ নভেম্বর কার্তিক পূর্ণিমার সঙ্গে দেব দীপাবলিও পালিত হবে। এবারের কার্তিক পূর্ণিমা অত্যন্য বিশেষ। এদিনে শিবাস যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের সংযোগ ঘটছে।
3
8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কার্তিক পূর্ণিমার দিনে চাঁদ মেষ রাশিতে থাকবে। শনি মীনে বক্রী থেকে বিপরীত রাজযোগ তৈরি করবে। আবার বৃহস্পতি উচ্চ রাশি কর্কটে থেকে হংস মহাপুরুষ ও শুক্র স্বরাশি তুলায় থেকে মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে।
4
8
অন্যদিকে, কার্তিক পূর্ণিমায় শুক্রের প্রভাবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ গঠন হবে। কুম্ভ রাশিতে উপস্থিত রাহুর সঙ্গে নবমপঞ্চম যোগ তৈরি করবে শুক্র। আবার মঙ্গল বৃশ্চিক রাশিতে থেকে রুচক রাজযোগ, বিপরীত ও কেন্দ্র রাজযোগ তৈরি করছে। তুলা রাশিতে উপস্থিত শুক্র ও সূর্য শুক্রাদিত্য যোগও তৈরি করবে দেব দীপাবলিতে।
5
8
বিভিন্ন শুভ যোগের কারণে কার্তিক পূর্ণিমায় ৩ রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই রাশির জীবন। আপনিও কি আছেন এই তালিকায়? জেনে নিন-
6
8
বৃষ: কার্তিক পূর্ণিমা বৃষ রাশির জাতকদের জন্য লাভজনক হবে। আর্থিক বিষয়ে চিন্তামুক্ত হবেন। অনেক দিনের আটকে থাকা টাকা হাতে আসবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। অর্থ উপার্জনের নতুন পথ খুলবে।
7
8
মিথুন রাশি: কার্তিক পূর্ণিমা সৌভাগ্য নিয়ে আসবে মিথুন রাশির জন্য। যে কোনও ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে। মানসিক শান্তি মিলবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। পদোন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
8
8
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্যও কার্তিক পূর্ণিমা সুদিন নিয়ে আসবে। ধন-সম্পদ ও সমৃদ্ধি লাভ করবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। অফিসে পরিবেশ অনুকূল থাকবে। সন্তানের বিদেশ যাত্রার খবর পেতে পারেন।