কার্তিক পূর্ণিমায় বিরল কাকতালীয় ঘটনা! একাধিক দুর্লভ রাজযোগে খুলবে পোড়া কপাল, টাকার বন্যায় ভাসবে এই ৩ রাশি
নিজস্ব সংবাদদাতা
৫ নভেম্বর ২০২৫ ০৯ : ৪৪
শেয়ার করুন
1
8
হিন্দু ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির নিজস্ব তাৎপর্য থাকলেও কয়েকটি পূর্ণিমার রয়েছে বিশেষত্ব। যেমন কার্তিক পূর্ণিমা। চলতি বছরে আজ ৫ নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমা পড়ছে। কথিত রয়েছে, এই পূর্ণিমার দিনে চাঁদ তার সমস্ত মহিমায় পূর্ণ থাকে। সেই কারণে এই দিনে লক্ষ্মী-নারায়ণের পুজো করার প্রথা রয়েছে।
2
8
ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কার্তিক পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫ নভেম্বর কার্তিক পূর্ণিমার সঙ্গে দেব দীপাবলিও পালিত হবে। এবারের কার্তিক পূর্ণিমা অত্যন্য বিশেষ। এদিনে শিবাস যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের সংযোগ ঘটছে।
3
8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কার্তিক পূর্ণিমার দিনে চাঁদ মেষ রাশিতে থাকবে। শনি মীনে বক্রী থেকে বিপরীত রাজযোগ তৈরি করবে। আবার বৃহস্পতি উচ্চ রাশি কর্কটে থেকে হংস মহাপুরুষ ও শুক্র স্বরাশি তুলায় থেকে মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে।
4
8
অন্যদিকে, কার্তিক পূর্ণিমায় শুক্রের প্রভাবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ গঠন হবে। কুম্ভ রাশিতে উপস্থিত রাহুর সঙ্গে নবমপঞ্চম যোগ তৈরি করবে শুক্র। আবার মঙ্গল বৃশ্চিক রাশিতে থেকে রুচক রাজযোগ, বিপরীত ও কেন্দ্র রাজযোগ তৈরি করছে। তুলা রাশিতে উপস্থিত শুক্র ও সূর্য শুক্রাদিত্য যোগও তৈরি করবে দেব দীপাবলিতে।
5
8
বিভিন্ন শুভ যোগের কারণে কার্তিক পূর্ণিমায় ৩ রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই রাশির জীবন। আপনিও কি আছেন এই তালিকায়? জেনে নিন-
6
8
বৃষ: কার্তিক পূর্ণিমা বৃষ রাশির জাতকদের জন্য লাভজনক হবে। আর্থিক বিষয়ে চিন্তামুক্ত হবেন। অনেক দিনের আটকে থাকা টাকা হাতে আসবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। অর্থ উপার্জনের নতুন পথ খুলবে।
7
8
মিথুন রাশি: কার্তিক পূর্ণিমা সৌভাগ্য নিয়ে আসবে মিথুন রাশির জন্য। যে কোনও ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে। মানসিক শান্তি মিলবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। পদোন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
8
8
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্যও কার্তিক পূর্ণিমা সুদিন নিয়ে আসবে। ধন-সম্পদ ও সমৃদ্ধি লাভ করবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। অফিসে পরিবেশ অনুকূল থাকবে। সন্তানের বিদেশ যাত্রার খবর পেতে পারেন।