আজকাল ওয়েবডেস্ক:‌ ঋষভ পন্থ। ২২ গজে নামলেই ঝড় তোলেন। সেই পন্থকে ভারতের শাহিদ আফ্রিদি বলে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুস্তাক মহম্মদ।


এটা ঘটনা, ৮১ বছর বয়সি মুস্তাক বর্তমানে বার্মিংহামে থাকেন। পাকিস্তানের হয়ে ১৯৫৯ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ক্রিকেট খেললেও জন্ম ভারতেই। দেশভাগের পর মাত্র ৬ বছর বয়সে গুজরাটের জুনাগড় থেকে পাকিস্তানে চলে যান। তবে সম্প্রতি তিনি ফের চর্চায় এসেছেন এজবাস্টন টেস্টের সময়। ভারতের তেরঙ্গার রংয়ের টাই পরে তিনি খেলা দেখতে এসেছিলেন। এখনও নিয়মিত ক্রিকেটের খোঁজখবর রাখেন। সেই মুস্তাক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‌ঋষভ পন্থ হলেন ভারতের শাহিদ আফ্রিদি। সত্যি কথা বলতে, ওঁর ব্যাটিং আফ্রিদির থেকেও ভাল।’‌ অর্থাৎ পুরোটাই ক্রিকেটের দিক থেকে বলেছেন। তবে সাম্প্রতিক সময়ে ভারত–পাক অশান্তি ও সেখানে আফ্রিদির ভূমিকায় এই তুলনাকে অনেকেই ভালভাবে নিচ্ছেন না। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মুখ থেকে।


মুস্তাকের কথায়, ‘‌কোহলি আরও দু’বছর অনায়াসে খেলতে পারতেন। এই টেস্ট টিমে উনি থাকতে পারতেন। জানি না কেন অবসর নিলেন।’‌ ভারতীয় দলের প্রশংসা করে বলছেন, ‘‌কোনও সন্দেহ নেই ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে সেরা জায়গায় আছে। ভারত–পাক সবচেয়ে বড় ক্রিকেটযুদ্ধ। কিন্তু এখন ক্রিকেট বহির্ভূত কারণে ভারত–পাক একে–অপরের বিরুদ্ধে খেলে না।’‌