আজকাল ওয়েবডেস্ক: গাজা পরিস্থিতির প্রতিবাদে আন্তর্জাতিক 'সাইলেন্স ফর গাজা' আন্দোলনে যোগ দিল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। শনিবার দলটি আহ্বান জানিয়েছে, প্রতিদিন রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রেখে এবং সামাজিক মাধ্যমে কোনও পোস্ট, লাইক বা মন্তব্য না করে এই নীরব প্রতিবাদে অংশ নিতে। এক বিবৃতিতে সিপিআই(এম) জানিয়েছে, "এই প্রতীকী ডিজিটাল প্রতিরোধ হলো যুদ্ধাপরাধের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। গাজায় ইজরায়েলের নির্মম গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে আমাদের দল।"
দলটি জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনের (From Economy of Occupation to Economy of Genocide) উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কীভাবে বহু বহুজাতিক সংস্থা গাজায় ইজরায়েলের হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। সিপিআই(এম)-এর মতে, “এই কর্পোরেশনগুলো আমাদের ডিজিটাল আচরণ থেকে মুনাফা অর্জন করে এবং একইসঙ্গে গণহত্যায় ইন্ধন জোগায়। আধঘণ্টার জন্য ফোন বন্ধ রাখা surveillance capitalism-এর বিরুদ্ধেও এক প্রতিবাদ।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা চালালে সংঘাত শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ইজরায়েলি হামলায় ৫৭,০০০-র বেশি নিহত হয়েছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রকের দাবি।
