আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে সোচ্চার ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার তাতে নতুন সংযোজন টম মুডি। প্রথম টেস্ট পাঁচ উইকেটে হারার পর বার্মিংহ্যামে প্রত্যাবর্তনের লক্ষ্যে টিম ইন্ডিয়া। এজবাস্টনে রেকর্ড ভারতের বিপক্ষে। এই অবস্থায় দলে বেশ কয়েকটা সাহসী পরিবর্তন করেন গৌতম গম্ভীর এবং শুভমন গিল। বিশ্রাম দেওয়া হয় যশপ্রীত বুমরাকে। তিনজন অলরাউন্ডার খেলানো হয়। পাঁচ ব্যাটার এবং তিনজন অলরাউন্ডারের স্ট্র্যাটেজির কটাক্ষ করেন মুডি। কোনও রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে দেন, এমন ট্যাকটিক্স কোনওদিন কাজে দেয় না। অস্ট্রেলিয়া সফরে দু'বার তিনজন অলরাউন্ডার খেলায় ভারতীয় দল। বর্ডার-গাভাসকর সিরিজে শেষ দুই টেস্টে এই স্ট্র্যাটেজি অবলম্বন করা হয়। কিন্তু ব্যর্থতা ছাড়া কিছু মেলেনি। এবার সেই নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা।
নিজের এক্স হ্যান্ডেলে মুডি লেখেন, 'এই টেস্টের জন্য ভারতীয় দল নির্বাচন অবাক করার মতো। বুমরা নেই সেটা একটা বিষয়। কিন্তু পাঁচজন বিশেষজ্ঞ ব্যাটার খেলানো জুয়া। অলরাউন্ডার দিয়ে ব্যাটিংয়ের গভীরতা বাড়ানোর স্ট্র্যাটেজি কোনওদিন খাটেনি। টেস্টে স্পেশালিস্টরা অনেক বেশি কার্যকরী হয়।' এজবাস্টনে বুমরার জায়গায় সুযোগ পান আকাশ দীপ। শার্দূলের জায়গায় খেলানো হতে পারে নীতিশ কুমার রেড্ডিকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, লিডসে টেস্ট অভিষেক হওয়া সাই সুদর্শনের জায়গায় নেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে। দুই স্পিনার নিয়ে খেললে, অবশ্যই খেলানো উচিত ছিল কুলদীপ যাদবকে। কিন্তু প্রথম টেস্টে লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে। তাই বাড়তি অলরাউন্ডার নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
