ব্যাঙ্কের সুদের হার এখন খুবই কম, তাই অনেকেই কিছু অতিরিক্ত টাকা পাওয়ার আশায় এখন মিউচুয়াল ফান্ডে এসআইপি করার কথা ভাবছেন। তবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে, আপনার এমন ফান্ডে বিনিয়োগ করা উচিত যা ১২ থেকে ১৪ শতাংশ রিটার্ন এবং ঝুঁকি প্রদান করে। তাহলে, যদি আপনি প্রতি মাসে ৪,০০০ টাকার এসআইপি করেন, তবে ১০ লাখ টাকার তহবিল তৈরি করতে কত সময় লাগবে?
2
5
যদি কেউ প্রতি মাসে ৪,০০০ টাকার এসআইপি করেন, তবে ১২ শতাংশ রিটার্নে ১০ লাখ টাকার তহবিল তৈরি করতে ১১ বছর সময় লাগবে।
৩ এই ১১ বছরে আপনি ১০,৯৮,০০০ টাকা পেতে পারেন। তবে, এটি সম্পূর্ণরূপে রিটার্নের উপর নির্ভর করে, যা বাজার ঝুঁকির অধীন। এই ১১ বছরে ৫,২৮,০০০ টাকার মূলধন জমা হবে।
3
5
এসআইপি-তে কেউ কি নগদে বিনিয়োগ করতে পারেন? নিয়ম অনুযায়ী, কিছু ব্যক্তিকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
4
5
অর্থাৎ, তারা নগদ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। যারা করদাতা নন এবং যাদের প্যান/ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তারাও নগদ টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, যেমন কৃষক, ছোট ব্যবসায়ী, শ্রমিক ইত্যাদি।
5
5
শর্ত হল, প্রতি আর্থিক বছরে সর্বোচ্চ ৫০,০০০ টাকা নগদ টাকায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে।