আজকাল ওয়েবডেস্ক: ইন্ডোরে বিরাট কোহলি ও হর্ষিত রানার পার্টনারশিপ প্রায় জিতিয়ে দিচ্ছিল ভারতকে।
কিন্তু শেষ হাসি তোলা রইল কিউয়িদের জন্য। হর্ষিত রানাও ফিরে গেলেন। বাকিরাও দাঁড়াতে পারলেন না। দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলিরও দুর্দান্ত ইনিংস থেমে গেল। ভারত সিরিজ হেরে বসল।
কোহলি ও রানার পার্টনারশিপ স্বপ্ন দেখাতে শুরু করেছিল। হর্ষিত রানার কাছ থেকে দল যা চাইছে, সেটাই তিনি করে দেখালেন।
পার্টনারশিপ চলাকালীন কোহলির সঙ্গে হর্ষিতের আলাপচারিতা, কথোপকথন, রসিকতা করার পরে নেটদুনিয়ায় ভেসে উঠেছে পুরনো এক গল্প।
যেখানে অনুষ্কা শর্মাকে ভারতের অলরাউন্ডার হর্ষিত রানা 'ম্যাম' বলে সম্বোধন করেছিলেন। আর তা শুনে বিস্মিত বিরাট কোহলি ভারতের অলরাউন্ডারকে বলে ওঠেন, ''আরে অনুষ্কাকে ম্যাম বলছিস কেন? ওকে ভাবী বল?''
রানা পালটা বলেন, প্রথম বার দেখা হল, তাই ম্যাম বলেছি। কোহলির মজা করে মন্তব্যে জড়তা কেটে গিয়েছিল হর্ষিতের। কোহলি তাঁর স্ত্রী অনুষ্কাকে বলেছিলেন, ''হর্ষিত ওরকমই। কিছুক্ষণ আগে আমার মাথায় শ্যাম্পেন ঢালছিল। এখন তোমাকে শ্যাম্পেন বলছে।''
কোহলি মজা করেন বলে উল্লেখ করেন হর্ষিত। রবিবার কোহলির ছোঁয়ায় হর্ষিতের ব্যাটিংয়েরও উন্নতি ঘটে। কিউয়ি বোলারদের পালটা মেরে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন কোহলি ও হর্ষিত। ঠিক যখন মনে হচ্ছে দুই ব্যাটার ভারতকে জয় এনে দেবেন, ঠিক সেই সময়েই ফিরে যান হর্ষিত। তার পরের বলেই সিরাজ আউট হন। কোহলিও ১০৮ বলে ১২৪ রানে ফিরে যান। তার পরে ভারতের জয়ের আর কোনও আশাই ছিল না। ভারত জে্তেওনি। তবে নিউজিল্যান্ডের বিশাল রান তাড়া করতে নেমে কোহলি ও হর্ষিত রানার লড়াই দীর্ঘদিন মনে থাকবে ভক্তদের।
