আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনের টানা বর্ষণে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রবল বর্ষণ, ধস, বন্যায় ১০দিনে হিমাচলে মৃত্যু হয়েছে ৪৪জনের। মঙ্গলবার সকাল থেকে হিমাচলের একই জেলায় বারবার মেঘ ভাঙা বৃষ্টি। 

গত ২৪ ঘন্টায়, সিমলা, মাণ্ডী এবং কুল্লু জেলায় একাধিক মেঘ ভাঙা বৃষ্টি। কয়েকঘণ্টায় ফুঁসছে সেখানকার নদীগুলি। মৃত্যু একজনের, খোঁজ নেই অন্তত সাত জনের।


প্রবল দুর্যোগে বিধ্বস্থ জীবন। ভেসে গিয়েছে ঘর-বাড়ি। মাণ্ডী জেলা প্রশাসন জানিয়েছে, হড়পা বানে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। ভেসে গিয়েছে ঘর-বাড়ি। বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। 

 হাওয়া অফিস আগামী কয়েকদিন হিমাচলের জেলায় জেলায় প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে। চম্বা, কাংড়া, কুল্লু, মন্ডী, শিমলা, সোলন, সিরমৌরে জারি বৃষ্টি-সতর্কতা। 

এসবের মাঝেই ভয়াবহ পরিণতির ছবিও সামনে এসেছে সোমবার। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, চোখের সামনে, নিমেষে ভেঙে পড়েছে একটি পাঁচতলা বাড়ি।

সোমবার সিমলায় এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির মালিক অঞ্জনা বর্মা জানিয়েছেন, পরিস্থিতি বিচারে রবিবার রাতেই তিনি তাঁর বাড়ি ‘রাজ নিবাস’ ফাঁকা করে দিয়েছিলেন। বাড়ি ফাঁকা করা হয়েছিল, বাসিন্দারাও সরে গিয়েছিলেন অন্যত্র। 


যদিও তাঁর অভিযোগ, নিকটবর্তী স্থানে একটি রাস্তা তৈরির কারণেই তাঁর বাড়িতে ফাটল ধরে। গ্রামের প্রধানও ওই নয়া নির্মানকার্যের দিকে আঙুল তুলেছেন। জানিয়েছেন, ওই রাস্তা তৈরির কাজের কারণে আরও একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে।