আজকাল ওয়েবডেস্ক: এক সময় সকাল-সন্ধ্যা অফিসের স্পষ্ট সময়সীমা থাকলেও, আজকের আমেরিকান কর্মজীবনে সেই রুটিন প্রায় বিলুপ্ত। মাইক্রোসফটের সাম্প্রতিক Work Trend Index অনুযায়ী, ৪০% কর্মী ভোর ৬টার আগেই অনলাইনে কাজ শুরু করেন, আর ২৯% রাতে ১০টার পরও আবার লগ ইন করেন। গড়ে একজন কর্মী প্রতিদিন ১১৭টি ইমেইল এবং ১৫০টি Teams মেসেজ সামলাচ্ছেন।
এই "ইনফিনিট ওয়ার্কডে" শুধু সময়ের পরিবর্তন নয়, বরং কাজ ও ব্যক্তিগত জীবনের সীমার ভাঙন। হাইব্রিড ও রিমোট মডেলে কর্মীরা অফিস থেকে শারীরিকভাবে মুক্ত হলেও, ডিজিটাল সংযুক্তি তাদের সর্বক্ষণ অফিসে উপস্থিত রাখছে। অনেকেই সকালে ঘুম থেকে উঠেই ফোনে ইমেইল দেখেন, খাবারের সময় Teams মেসেজে উত্তর দেন, এমনকি রাতে কাজ শেষ করেন।
সাম্প্রতিক তথ্য বলছে, গত বছরের তুলনায় সন্ধ্যার মিটিং ১৬% বেড়েছে। ৫৭% মিটিং হয় হঠাৎ করে, আর ১০% হয় এক ঘণ্টার কম নোটিশে। এতে দিনের গুরুত্বপূর্ণ উৎপাদনক্ষম সময় নষ্ট হচ্ছে। Microsoft জানায়, কর্মীরা প্রতি ১.৭৫ মিনিটে একবার করে ব্যাহত হন—যার মানে দিনে প্রায় ২৭৫টি বিভ্রান্তি। ফলে দৌড়ে বেড়ানো কাজের ভেতরেও প্রকৃত উৎপাদনশীলতা কমছে, বাড়ছে ক্লান্তি ও বার্নআউট।
ডিজিটাল টুল যা কাজ সহজ করার কথা, তা আজ কাজকে আরও জটিল ও অনির্দেশ্য করে তুলেছে।
