নিজস্ব সংবাদদাতা: শুধু ছোটদের ছবি নয় 'অঙ্ক কি কঠিন'। এই ছবি সাড়া ফেলেছে আট থেকে আশির মনে। মুক্তির পর থেকেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে সৌরভ পালোধি পরিচালিত, রাণা সরকার প্রযোজিত এই ছবি। 

 

 

এবার উত্তরবঙ্গের পুলিশকর্তাদের উদ্যোগে এক অনন্য আয়োজন হতে চলেছে এই ছবি ঘিরে। শিলিগুড়ির পুলিশকর্তারা দুস্থ শিশুদের জন্য আয়োজন করেছেন এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের। মঙ্গলবার চারটি আশ্রমের ৯৫ জন শিশু ও কর্মীদের নিয়ে আইনক্স সিটি সেন্টারে দেখানো হচ্ছে এই ছবিটি। 

 

 

এর মধ্যে রয়েছে 'ফার্স্ট লাভ চিল্ড্রেন হোম', 'হাওড়া সাউথ পয়েন্ট হোম', 'ভাবনা হোম' ও 'মা গৌরী ফাউন্ডেশন'। জানা যাচ্ছে, শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সি সুধাকর ব্যক্তিগতভাবে এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন। শিশুদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন বলেও খবর। এই উদ্যোগটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে।

 

 

এই ছবির গল্প এগোয় তিন খুদের জীবনকে কেন্দ্র করে। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়েছে ওই শিশুদের। তবুও স্বপ্ন দেখার তো কোনও বারণ নেই। তাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন তার মায়ের মতো নার্স হতে চায়। রাজারহাটের এমন এক অঞ্চলে এরা থাকে, যেখানে শহরের জাঁকজমক নেই। রয়েছে নিম্নমধ্যবিত্তের জীবন গাঁথা।

 


ওই তিন শিশুর স্বপ্ন তারা বড় হয়ে একটা হাসপাতাল খুলবে। তাদের এলাকার মানুষগুলো যাতে বিনা চিকিৎসায় আর মারা না যান। এই তিন শিশু তাদের পিছিয়ে পড়া এলাকায় নিজেদের মতো করে একটা হাসপাতাল চালু করতে পারবে কী? মেলাতে পারবে কী তাদের জীবনের গল্প?