আজকাল ওয়েবডেস্ক: উত্তর সিকিমের ছাতেনে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সিপাহী সাইফুদ্দিন পিকে। আট দিনের টানা তল্লাশির পর অবশেষে ৮ জুন তাঁর মৃতদেহ উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী। সাইনুদ্দিনের জন্ম ১৯৯১ সালের ২০ ডিসেম্বর, লাক্ষাদ্বীপের আন্দ্রোথ দ্বীপে। ২০১২ সালের ২৪ মার্চ তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বিগত ১৩ বছরে সিয়াচেন হিমবাহের মতো প্রতিকূল এলাকায় দায়িত্ব পালন করে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক নিষ্ঠাবান ও সাহসী সেনা হিসেবে।

সহযোদ্ধা ও ঊর্ধ্বতনদের কাছে তিনি পরিচিত ছিলেন পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়ণতার জন্য। ঘন বরফ থেকে উদ্ধার করে শহিদ সাইফুদ্দিনের মৃতদেহ পৌঁছে দেওয়া হয় তাঁর জন্মস্থান আন্দ্রোথে। যা ছাতেন থেকে প্রায় ২,৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয় এই দুর্গম অভিযান। ব্যবহার করা হয় সেনা অ্যাভিয়েশনের হেলিকপ্টার এবং ভারতীয় বায়ুসেনার C-295 পরিবহন বিমান, যাতে সময়মতো ও সসম্মানে তাঁর দেহ পৌঁছে দেওয়া হয় পরিবারের কাছে।

গত ৮ জুন বেঙ্গডুবি মিলিটারি স্টেশনে সম্পূর্ণ সামরিক মর্যাদায় সিপাহী সাইফুদ্দিনকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর আন্দ্রোথে পৌঁছে নৌবাহিনীর তরফে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। যা একজন শহিদের প্রতি সর্বোচ্চ সম্মান। তাঁর কমান্ডিং অফিসার বলেন, ‘সাইফুদ্দিন ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রকৃত আদর্শ—নীরব, নিষ্ঠাবান। তিনি শুধু একজন সাহসী সেনা নন, ছিলেন আমাদের অনুপ্রেরণা। তাঁর আত্মত্যাগ আমাদের চিরকাল স্মরণ করাবে প্রকৃত দেশসেবার অর্থ’।