আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ মন কি বাতে ফের একবার বিকশিত ভারতের হয়ে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ১০৮ তম মন কি বাতে তিনি বলেন, ভারত এবার আর থামবে না। এদিন তিনি ১০৮ সংখ্যাতত্ত্ব নিয়েও কথা বলেন। এর পাশাপাশি তিনি এদিন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরেও জোর দেন। ফিট ইন্ডিয়ার প্রচেষ্টার কথা তুলে ধরেন। এদিনের মন কি বাতে ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হনমনপ্রীত কৌর, কিংবদন্তী দাবা খেলোয়াড় বিশ্বনাথন আনন্দ এবং অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই বছরে অনেক কিছু অর্জন করা হয়েছে। ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উন্নত হয়েছে। জি টোয়েন্টি সফলভাবে করা গিয়েছে। আগামী বছরেও এই ধারা বজায় রাখতে হবে। নারী বিজ্ঞানীদের প্রশংসা এদিন শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। এর পাশাপাশি সকলকে তিনি নতুন বছরের শুভেচ্ছাও জানান।
