আজকাল ওয়েবডেস্ক: ১৯৯৩ থেকে ২০১০ সালের মধ্যে মানবজাতি এত পরিমাণে ভূগর্ভস্থ জল তুলে নিয়েছে যে তার প্রভাবে পৃথিবীর ঘূর্ণনের মেরুদণ্ড বা রোটেশনাল পোল প্রায় ৮০ সেন্টিমিটার (৩১.৫ ইঞ্চি) পূর্বদিকে সরে গেছে—এমনটাই বলছে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ভূ-ভৌত বিশেষজ্ঞ কি-ওয়ান সিও-র নেতৃত্বাধীন এক গবেষণা।
এই গবেষণায় দেখা গেছে, বরফ গলন এবং হিমবাহ বাদ দিয়েও শুধুমাত্র ভূগর্ভস্থ জলের স্থানান্তর—বিশেষ করে পশ্চিম উত্তর আমেরিকা এবং উত্তর-পশ্চিম ভারতের মতো মধ্য অক্ষাংশ অঞ্চল থেকে—এই মেরুদণ্ড সরার অন্যতম বড় কারণ।
১৯৯৩ থেকে ২০১০ সালের মধ্যে প্রায় ২১৫০ গিগাটন জল উত্তোলনের ফলে গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে প্রায় ৬ মিলিমিটার। সেইসাথে মেরুর সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক সুরেন্দ্র অধিকারী জানান, “এই গবেষণাটি মেরু গতির উপর ভূগর্ভস্থ জলের ভূমিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ও পরিমাপযোগ্য তথ্য দিচ্ছে।”
যদিও এই পরিবর্তন ঋতুচক্রে বড় কোনো প্রভাব ফেলবে না, তবে দীর্ঘ ভূতাত্ত্বিক সময়কাল ধরে মেরুর এই সরণ জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা আশা করছেন, বিগত শতাব্দীর মেরু গতির রেকর্ড বিশ্লেষণ করে ভবিষ্যতের জলবায়ু ও জলসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আরও ধারণা পাওয়া যাবে।
