আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে রবিবার এক ভয়াবহ হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। ইজরায়েলি বন্দীদের স্মরণে অনুষ্ঠিত একটি পদযাত্রায় এক ব্যক্তি হামলা চালান, যার নাম মোহামেদ সাবরি সোলিমান। তিনি ‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান দিতে দিতে মলোটভ ককটেল ছোঁড়েন ও একটি অস্থায়ী ফ্লেমথ্রোয়ার দিয়ে জনতাকে আগুন ধরিয়ে দেন।
আহতদের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সোলিমান অর্ধনগ্ন অবস্থায়, রোদচশমা পরে জনতার দিকে আগুন ছুঁড়ছেন এবং চিৎকার করে বলছেন, “তোমরা কত শিশু হত্যা করেছ?” হামলার পর এক ব্যক্তি তাকে থামাতে গেলে সে জবাব দেয়, “হ্যাঁ, এটা করা যায়।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় অন্য কোনো হামলাকারী নেই বলেই তারা মনে করছে। ঘটনাস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের সাহায্য করার চেষ্টা করেন, তাদের গায়ে জল ঢালেন।
এফবিআই প্রধান কাশ প্যাটেল একে ‘টার্গেটেড টেরর অ্যাটাক’ বা নির্দিষ্টভাবে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। কলোরাডোর অ্যাটর্নি জেনারেল এটিকে ঘৃণাজনিত অপরাধ বলে বর্ণনা করেছেন।
ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে ক্রমেই বাড়ছে উত্তেজনা। antisemitism ও হিংসার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
