সংবাদসংস্থা মুম্বই:

‘পাঠান’ এবার চিলিতে? 

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহাম অভিনীত ছবি ‘পাঠান’–এর সিক্যুয়েল নিয়ে উন্মাদনায় ফুটছে বলিপাড়া! সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই-অ্যাকশন ২০২৩-এ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি ছিল।  এবার  শোনা গেল, ‘পাঠান ২’–এর বড় অংশের শুটিং হবে দূর দক্ষিণ আমেরিকার চিলিতে! খবর, আগামী বছর শুটিং শুরু হচ্ছে, আর বিশাল অংশ ক্যামেরাবন্দি হবে চিলির মনকাড়া লোকেশনে।

এই খবর আরও পাকাপোক্ত হয়েছে পরিচালক-অভিনেতা অংশুমান ঝা–র মন্তব্যে। কিছুদিন আগে তিনি চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিচ ফন্ট এবং সংস্কৃতি মন্ত্রী ক্যারোলিনা অ্যারেডোন্ডোর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই উঠেছে ‘পাঠান ২’ এবং ‘লকড়বাগ্গা ৩’–এর শুটিং চিলিতে করার আলোচনা। অংশুমান বলেন, “যশ রাজ ফিল্মস ‘পাঠান ২’–এর শুট চিলিতে করার ব্যাপারে বেশ সিরিয়াস।”

 


কান নিয়ে টানটান অনুপম-কথা

ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনার আবহে বিদেশে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনুপম খের। আর ঠিক এই সংবেদনশীল সময়ে দেশ ছেড়ে যাওয়ার কষ্ট মন থেকে লুকোতে পারলেন না বর্ষীয়ান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক আবেগঘন ভিডিও বার্তা—যেখানে স্পষ্ট হয়ে উঠল তাঁর দেশের প্রতি ভালোবাসা, উদ্বেগ আর দায়িত্ববোধ।

ভিডিওতে অনুপম বলেন, তিনি তখন ব্যাগ গুছিয়ে বিদেশে রওনা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত, কারণ তাঁর পরিচালিত পরবর্তী ছবি তনভি দ্য গ্রেট –এর জন্য এক বিশাল মাইলস্টোন অপেক্ষা করছে—চলতি বছরের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হতে চলেছে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। উৎসব শুরু ১৩ মে। তবুও মন যেন ফাঁকা, ভারী—এমনটাই ভিডিও বার্তায় জানালেন বর্ষীয়ান অভিনেতা।

 


করণের মুখে রাঘব নাম

বলিউডের পরবর্তী প্রজন্মের স্টারদের নিয়ে এক খোলামেলা আলোচনায় বিস্ফোরক মন্তব্য করলেন করণ জোহর। নতুন প্রতিভা নিয়ে বরাবরই তিনি যত্নবান, আর এবার তাঁর নজর গিয়ে পড়েছে আদর্শ গৌরব, লক্ষ্য, বেদাং রায়নার মতো উঠতি মুখদের ওপর। তবে যিনি একেবারে আলাদা ভাবে নজর কাড়লেন করণের, তিনি হলেন রাঘব জুয়াল। অ্যাকশন থ্রিলার ‘কিল’-এ রাঘবের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ করণ, সোজাসাপ্টা বলেন- “ওই ছবিতে সত্যিই দুর্দান্ত কাজ করেছিল রাঘব। কী দারুণ অভিনেতা! ‘কিল’–এ ওর পারফরম্যান্স এককথায় দুর্দান্ত!”

কোনও উঠতি অভিনেতার বিষয়ে এই সংক্ষিপ্ত প্রশংসাও যখন বলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজক-পরিচালকের মুখ থেকে আসে, তখন তার গুরুত্ব নিঃসন্দেহে অনেকখানি। করণের মুখে এমন সরাসরি স্বীকৃতি পেয়ে রাঘব এখন কার্যত ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে।